Govt Primary School


প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের রিটেন পরীক্ষার প্রস্তুতিমূলক কিছু প্রশ্ন নিচে দেওয়া হল:

FOR MCQ AND SHORT QUESTION

 প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের রিটেন পরীক্ষার প্রস্তুতি বাংলা অংশ

বাঙালির উপভাষা অঞ্চল হচ্ছে বরিশাল বাংলা ভাষার দেশ গত ভাবে পূর্ব-পশ্চিম বিভাজন এর অন্যতম প্রধান ভাগ্নিকে বলা হয় বাঙালির উপভাষা   ।    মোহাম্মদ শহিদুল্লাহ ৫২১ ও অন্যান্য গবেষকদের মতে বঙ্গীয় বা পূর্ববঙ্গীয় প্রভৃতি উপভাষায় বিভিন্ন নামকরণ। সুকুমার সেন অতীন্দ্র মজুমদার রামেশ্বর শ  । এবং পরেশচন্দ্র মজুমদারউপভাষা নামে তাকে   শনাক্ত করেছেন।  বঙ্গীয় বাঙালি থেকে শুরু করে  ফরীদপুর হ্য বরিশাল পর্যন্ত অঞ্চলের  উপভাষা বাঙালি  ।

বাংলাদেশের সরকারি কর্ম কমিশন সংবিধানের ১৩৭

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের নবম ভাগের ১৩৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে যে বাংলাদেশের জন্য আইনের দ্বারা এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠিত বিধান করা যাবে।  একজন সভাপতি ও আইনের দ্বারা যেরকম নির্ধারিত হবে সেরকম অন্যান্য সদস্য কে নিয়ে প্রত্যেক কমিশন গঠিত হবে।

 হাজার ৯৪৮ থেকে হাজার ৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে পালিত হয় ১১ ই মার্চ

 উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার উদ্যোগের প্রতিবাদে তমদ্দুন মজলিসের নেতৃত্বে এক অক্টোবর হাজার ৯৪৭ প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। দ্বিতীয়বার ২ মার্চ ১৯৪৮ নতুন করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং এর নতুন কমিটির উদ্যোগে ১১ ই মার্চ ১৯৪৮ বাংলা ভাষার দাবিতে প্রথম ধর্মঘট পালিত হয়। সেই থেকে ১৯৫২ সাল পর্যন্ত ১১ ই মার্চ দিনটি রাষ্ট্রভাষা দিবস কবে পালিত হয়।

১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা'

মুজিবনগর সরকার কর্তৃক সাপ্তাহিক জয়বাংলা প্রথম প্রকাশিত হয় ১৯৭১ কলকাতার পার্ক সার্কাসের ২১ /১ বালু হাক্কাক ছিল জয় বাংলা' পত্রিকার অফিস।এর লক্ষ্য ছিল একদিকে মুক্তিযুদ্ধের অগ্রগতি ও মুক্তিযুদ্ধের কৃতিত্ব জনসমক্ষে তুলে ধরা। এবং অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিশ্ব জনমত সৃষ্টি ও আন্তর্জাতিক সমর্থন লাভ।


 বাবা শব্দটি তুর্কি ভাষার অন্তর্গত  বাবা তুর্কি ভাষার শব্দ। তুর্কি ভাষার আরো কয়েকটি শব্দ উজবুক, কুর্নিশ , সওগাত , কোরমা  ,বাবুর্চি , চা-কফি  ,মোগল ইত্যাদি।তৎসম শব্দ  চন্দ্র ,  সূর্য , গ্রহ ,  নক্ষত্র , ভবন  ,ধর্ম , তোপ ,কোরমা  , বাবুর্চি  , চাকু  ,কফি  ,মোগল  ইত্যাদি। 

 ফারসি শব্দ   নমুনা , হাঙ্গামা  ,আমদানি-রপ্তানি  ,নালিশ  ,চশমা  ,রসদ ইত্যাদি।


ঢাকা গেট এর নির্মাতা  মীরজুমলা তৎকালীন রেসকোর্স ময়দানের বর্তমান   প্রবেশপথের এটি মীরজুমলা গেট যা বর্তমানে ঢাকা গেট নামে পরিচিত।৬৬৩ সালে মূলত মগ দস্যুদের আক্রমণ থেকে ঢাকাকে রক্ষা করার জন্য টাকার উত্তর দিকে এই গেট নির্মাণ করেন বাংলার সুবাদার মীর জুমলা।  সেই সময় মীরজুমলা গেট সংলগ্ন এলাকায় একটি নয়নাভিরাম বাগান গড়ে তোলেন যার নাম ছিল বাগ ই  বাদশাহী বা সম্রাটের বাগান।

 মুক্তিযুদ্ধভিত্তিক নভেল জীবন ও রাজনৈতিক বাস্তবতা

 শহীদুল জহির দূষিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জীবন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধভিত্তিক আরো কয়েকটি উপন্যাস নিষিদ্ধ লোবান সৈয়দ শামসুল হক। আগুনের পরশমণি হাঙ্গর নদী গ্রেনেড সেলিনা হোসেন। অন্যদিকে শওকত ওসমান রচিত উপন্যাস ক্রীতদাসের হাসি ।মোস্তফা টানাপোড়েনের শিল্প সত্তা বাহি সংস্কৃতিকে উপজীব্য করে তুলে ধরা হয়েছে। শওকত আলী প্রসিদ্ধ ঐতিহাসিক উপন্যাস প্রদোষে প্রাকৃতজন। এ উপন্যাসে রাজা লক্ষণ সেনের সময়ে সমাজ ও মানুষের  সবকিছু তুলে ধরা  হয়েছে

 কিত্তনখোলা নাটকের বিষয়  লোকায়ত  জীবন ও সংস্কৃতি

 সেলিম আল দীন রচিত বিখ্যাত নাটক কীর্তনখোলা। এ নাটকের বিষয় লোকায়ত জীবন সংস্কৃতি। এ নাটকের গ্রামীণ মানুষের লোকজ ধর্মে সহজে বিশ্বাস তাদের সংস্কৃতি এবং আনন্দ-বেদনার মহাকাব্যিক রূপায়ণ ঘটেছে। তাঁর রচিত আরও কয়েকটি উল্লেখযোগ্য নাটক ঢাকা , কেরামত মঙ্গল,  জন্ডিস ও বিবিধ বেলুন, মুনতাসির ফ্যান্টাসি, হরগজ , বাসন   , যৈবতীয়কন্যার মন।

মহাকবি আলাওল রচিত কাব্য পদ্মাবতী

 মহাকবি আলাওল রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্য পদ্মাবতী। কাব্য টি হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সী পদুমাবত কাব্যের অনুবাদ। আলাওল রচিত আরও কয়েকটি কাব্য সাইফুলমুলুক বদিউজ্জামাল সপ্তপইয়কইত্যাদি মহাকবি আলাওল রচিত কাব্য।

রাজা রামমোহন রায় 

 সমাজ সংস্কারক ধর্ম সংস্কারক চিন্তাবিদ ও  ভাষাবিদ পন্ডিত। তিনি ইংরেজি ভাষী বিদেশীদের জন্য বাঙ্গালী গ্রামার ইন দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ  নামে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। পরবর্তীতে এই গ্রন্থটি বাংলায় অনুবাদ করে এর নাম দেন গৌড়ীয় ব্যাকরণ। এটি কোন বাঙালি প্রথম বাংলা ব্যাকরণ রচিত বাংলা গ্রন্থের ৩০ এবং ইংরেজি রচনা ৩৯ টি। উনবিংশ শতাব্দীর বাংলা নবজাগরণের অন্যতম।

 রবীন্দ্রনাথ ঠাকুর

 কবি , নাট্যকার  ,উপন্যাসিক ,ছোট গল্পকার  ,প্রাবন্ধিক  ,দার্শনিক  ,সংগীত রচয়িতা  , চিত্রশিল্পী , অভিনেতা সমাজসেবী শিক্ষাবিদ ও ভাষা বিজ্ঞানী হিসেবে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশ্রেষ্ঠ প্রতিভা।সাহিত্যের বিভিন্ন শাখায় বাংলা ভাষা ও ব্যাকরণ তার অবদান অনস্বীকার্য। বাংলা ভাষার ব্যাকরণ সম্পর্কিত উল্লেখযোগ্য প্রবন্ধগুলো তার শব্দতত্ত্ব গ্রন্থের সংকলিত হয়েছে। প্রবন্ধগুলো হলো ভাষার ধন্যাত্মক শব্দ বাংলা উচ্চারণ প্রভৃতি। বাংলা ভাষার পরিচয় গ্রন্থের তিনি বাংলা ভাষার ব্যাকরণিক দিক নিয়ে নানা আলোচনা করেছেন তার এখন চেষ্টা বাংলা ভাষার সকল দিক যৌবনপ্রাপ্ত হয়ে বিশ্বের দরবারে সগৌরবে নিজের আসন প্রতিষ্ঠা করেছে।


 মুনীর চৌধুরী

 শিক্ষাবিদ নাট্যকার সাহিত্য সমালোচক ও শিক্ষক । বাংলা টাইপ রাইটারের কিবোর্ড উদ্ভাবন তার বিশেষ কীর্তি। হাজার ৯৬৫ সালে তার আবিষ্কৃত এই কিবোর্ড  মুনীর অপটিমা নামে  পরিচিত । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয়ের প্রাক্কালে পাকবাহিনীর এদেশীয় মনোযোগী আলবদর বাহিনী দ্বারা ১৪ ই ডিসেম্বর ১৯৭১ সালে তিনি শহীদ হন ।


 হুমায়ুন আজাদ

 শিক্ষাবিদ ও উপন্যাসিক ভাষাবিজ্ঞান ও সমালোচক।ভালো বিজ্ঞান চর্চায় স্বাধীন বাংলাদেশে আর কোন ভাষা বিজ্ঞানী তার মত পাণ্ডিত্যের পরিচয় দিতে পারেনি। ঐতিহাসিক তুলনামূলক ভাষাবিজ্ঞান বাক্যতত্ত্ব কতো নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী ভাষা শিক্ষা ও ভাষাবিজ্ঞান পরিস্থিতি তার উল্লেখযোগ্য ভাষা বিষয়ে রচনা।

Primary Teacher Recruitment Question

Primary Teacher Recruitment Exam Questions

Today's primary teacher recruitment exam questions

Elementary Teacher Recruitment Written Exam Questions

Primary Teacher Recruitment Exam Questions and Answers

Elementary Teacher Recruitment Exam Math Questions

Khagrachari Primary Teacher Recruitment Exam Questions

Primary Teacher Recruitment Exam Question Solution 3rd Phase

ব্যাকরন অংশের জন্য যে বিষয় গুলো প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো হলো 

১। সমার্থক শব্দ 

২। বিপরীত শব্দ 

৩।বাগধারা 

৪। সন্ধি বিভাজন 

৫। এক কথায় প্রকাশ 

৬।সমাস 

৭ তৎসম  শব্দ 

৮। ব্যাস বাক্য 

৯। বানান শুদ্ধ করন 

১০।লিঙ্গ পরিবর্তন 

ব্যাকরন অংশের প্রস্তুতির জন্য এই বিষয়গুলো ভালোভাবে প্রস্ততি নিলে ভালো করা সম্ভ ব কেননা প্রশ্নগুলো  সব এই বিষয় এর মধ্যে হয়ে থাকে । যা আমরা বিগত বছরের প্রশ্নের আলোকে সাজিয়েছি 

 

 প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের রিটেন পরীক্ষার প্রস্তুতি    ইংরেজি অংশ 

বিষেশ করে আমাদের কে ইংরেজী বিষয়ের উপর  প্রস্তুতি ভালোভাবে নেওয়া উচিত ।

ইংরেজি অংশের জন্য যে বিষয় গুলো দেওয়া হয় তা ক্রমিক নাম্বার অনুযায়ী সাজানো হয়েছে ।আপনারা এই বিষয় গুলোর উপর ভালোভাবে প্রস্ততি নিবেন 

1.Transformation of sentence

2.Degree

3.Appropriate preposition 

4.Narration  for  (MCQ)

5.Use of Right form of verb 

6.Article 

7.Simple Compound Complex

8.Voice

9.Idioms and Phrases

10.Pragraph 

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের রিটেন পরীক্ষার প্রস্তুতি   সাধারণ জ্ঞান  অংশ 


1. ঢাকা গেট নির্মাণ করেন কে? 

     মীর জুমলা

2. সাত মার্চ ভাষণের মূল বিষয় ছিল কয়টি?

      চারটি

3. সুন্দরবন অন্য যে নামে পরিচিত সেই নামটি কি?

      বাদাবন

4. বাংলাদেশের উন্নয়ন ফোরামের বৈঠকে সভাপতিত্ব করেন কে?

     বিশ্ব ব্যাংক

5. বাংলাদেশের রেলওয়ের দীর্ঘতম প্লাটফর্ম কোথায় অবস্থিত?

       কমলাপুর ঢাকা

6.  নির্মিতব্য মেট্রোরেলের দৈর্ঘ্য কত ?

        ২০.১০ কিমি

7. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ রয়েছে মোট কতটি?

        ১৫৩ টি

8.  বাংলাদেশের ভার সমূহ  কি দিয়ে গঠিত?

       বেলে পাথর, শেল ও গর্দন ধরা

9. বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি?

      32 টি

10. আয়তনে বাংলাদেশ বিশ্বে কততম?

       ৯২ তম 

11. প্রাচীন কর্ণসুবর্ণ বলতে কি বুঝায়?

      আধুনিক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ 

12. বাঙালি জাতি গড়ে উঠেছে কোন কোন জাতির সংমিশ্রণে?

        অস্ট্রিক দ্রাবিড় ও আর্য জাতি  সংমিশ্রনে

13. বঙ্গ ও গৌর নামের দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় কত শতকে?

       ষষ্ঠ শতকে

14. ইবনে বতুতার আগমন ঘটে কখন?

       ফখরুদ্দিন মোবারক সাহেব রাজত্বকালে ১৩৪৬ খ্রিস্টাব্দ

15. শেরেবাংলা এ কে ফজলুল হক পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন কত সালে?

       ১৯৫৬ সালে তিনি পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন

16. সাংবিধানিকভাবে পূর্ব বাংলার পূর্ব নাম চূড়ান্ত করা হয় কত সালে?

         23 মার্চ ১৯৫৬ সালে পূর্ব বাংলার নাম চূড়ান্ত করা হয়

17. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে?

        30 জানুয়ারি ১৯৫২ সালে

18.  ২১ দফার প্রথম দফা কি ছিল?

       বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি প্রদান

19. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুর জোহাকে হত্যা করা হয় কত সালে?

        ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯

20. স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কত সালে এবং এটিকে পাঠ করেন?

        ১৭ এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় এবং এটি পাঠ করেন অধ্যাপক  ইউসুফ আলী

21. বাংলাদেশের সাহিত তম তফসিল ব্যাংক কোনটি?

        বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড

22. ঢাকা রেলওয়ে দীর্ঘতম রুট কোনটি?

        ঢাকা পঞ্চগড়

23. দেশের প্রথম পোষা প্রাণীর হাসপাতাল অবস্থিত কোথায়?

        পূর্বাচল ঢাকা

24. একুশে পদক ২০২০ সালে  লাভ করেন কতজন ব্যক্তি?

        বিশ জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান

25. ২০১৯-২০ অর্থবছরে সাময়িক হিসেবে জিডিপিতে কৃষি খাতের অবদান কত?

        ১৩.৩৫ শতাংশ

26. সংবিধানে সপ্তদশ সংশোধনীর বিল সংসদে পাস হয় কত তারিখে?

 ৮    জুলাই ২০১৮

27. সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী  সর্বোচ্চ শাস্তি কি?

       পাঁচ বছর বা ৫ লাখ টাকা অথবা উভয় দণ্ড

28. জাতীয় রাজস্ব বোর্ড ঘোষিত সর্বশেষ শুল্ক স্টেশন কোথায়?

       রামপাল বিদ্যুৎ কেন্দ্র এলাকা

29. বাংলাদেশের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত নতুন দেশি মুরগির জাত কি কি?

       মাল্টি কালার, টেবিল চিকেন

30. বাংলাদেশের প্রথম ত্রিদেশীয় টুর্নামেন্ট যে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে জয়লাভ করে শিরোপা জিতে?

       উইন্ডিজ

31. টিপাই মুখ বাঁধ অবস্থিত?

        মনিপুর ভারত

32. থাইল্যান্ডের মুদ্রার নাম কি?

        বাথ

33. ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম কি?

       মোসাদ

34. ইতালির রাজধানী রুমের অভ্যন্তরে অবস্থিত আরেকটি স্বাধীন দেশের নাম কি?

       ভ্যাটিকান সিটি

35. ওশেনিয়া মহাদেশে পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ?

        ৫.৮ শতাংশ

36.  প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয় কত তারিখে?

         ২৪ অক্টোবর প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়

37. যে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই?

        তাইওয়ান

38. ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট এর নাম কি?

        জাইর   বোলসোনারো

39. বিশ্বের সর্বনিম্ন কর্পোরেট কর বিশিষ্ট স্থান?

        হংকং

40. উত্তর আমেরিকা মহাদেশের সর্ববৃহৎ ব-দ্বীপের নাম কি?

        ল্যাব্রাডর

41. ইহুদি রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?

        মিশর

42. ২০২০ সালের বউমাতৃক দারিদ্র্যের শীর্ষ দেশ কোনটি?

      নাইজার

43. ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল?

       স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্ব

44.  সমুদ্র সমতল থেকে উচ্চতার দিকে সবচেয়ে নিচু দেশ কোনটি?

        মালদ্বীপ মাত্র ১.৫ মিটার উঁচু

45. জাপানের ১২৬ তম সম্রাট নারুহিত সিংহাসনে আরোহন করেন কত সালে?

       পহেলা মে ২০১৯

46. সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার ঘোষণা দেয় তা  কি? 

       Intermediate range nuclear force ( INF)

47.মানবদেহে ক্রোমোজোম রয়েছে মোট কত জোড়া?

       ২৩ জোড়া ক্রোমোজোম

48. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?

       সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হল বুধ

49.  জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবহার করা হয়?

        পানির বিভব শক্তি

50.  কাঁচের উপর ধাতুর প্রলেপ দেওয়াকে বলে?

       পারা লাগানো বা সিলভারিং

 এখানে উদাহরন সরুপ কিছু দেওয়া  হলো । এর থেকে ও বেশি  আমাদের জানা থাকা জরুরী । এখানে কমন কিছু দেওয়া হয়েছে  যাতে আপনারা যারা এই ব্লগ টি পড়তেছেন তাদের  বুঝতে সবিধা হয় যে এই ধরনের সাধারন জ্ঞান গুলো বেশি পরিমানে দেওয়া হয় ।

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের রিটেন পরীক্ষার প্রস্তুতি    

গণিত অংশ

আমরা আমাদের ওয়েবসাইটে বিগত বছরের কিছু প্রশ্ন  অনুসারে প্রস্তুতি মূলক প্রশ্ন তৈরি করেছি 

MCQ

১।শতকরা সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা


২। বীজগাণিতিক রাশি উৎপাদকে বিশ্লেষণ মান নির্ণয় ইত্যাদি


৩। পাটি গণিত অংশের ঐকিক নিয়ম দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ


৪। ত্রিকোণমিতি


৫। পরিসংখ্যান

গণিতের মধ্যে সাধারণত এই কয়েকটি বিষয়ের মধ্যে সচরাচর প্রশ্ন তৈরি করা হয়ে থাকে এই ধরনের প্রশ্ন গুলো

সঠিক ও সুন্দর ভাবে প্রস্তুতি নিলে,

গণিত অংশের সমাধান করা সম্ভব অন্যদিকে গণিত অংশের মধ্যে বহুনির্বাচনী ও বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন তৈরি

করা হয়ে থাকে.

ক্রমিক নং 1 থেকে 5 এর মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে হয়ে থাকে

এরখম নতুম নতুন তথ্য সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট টি ভিসিট করুন ।আপনাদের কোনো অভিযোগ বা কিছু জানতে চাইলে    আমাদের জানাতে পারেন বা কমেন্ট করতে পারেন ।

www.kingrzr.blogspot.com

Post a Comment

Previous Post Next Post