এম সি কিউ প্রশ্নের জন্য 

বাংলা ও সাধারনজ্ঞান   

 ভাষার উৎপত্তি বাঙালি জাতির আবির্ভাব

অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়। প্রায় 5000 বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে অস্ট্রিক জাতি। অস্ট্রিক জাতি পরে দ্রাবিড় জাতি এদেশে এসে সভ্যতায় উন্নয়ন ত্বরান্বিত হয়।হস্টিকো দ্রাবিড় জনগোষ্ঠীর মিশ্রণে যে জাতি প্রবাহ চলছিল তার সাথে আড্ডা দিতে এসে সংযুক্ত হয়ে গড়ে তুলেছে বাঙালি জাতি। আর্যদের আদি নিবাস ছিল ইউরাল পর্বত দক্ষিনে বর্তমান এর মধ্যে এশিয়া ইরানে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর দিকে আরো কি ওরা ইসলাম ধর্ম প্রচার এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বাঙালি জাতির সঙ্গে সংমিশ্রিত হয়। তাদের অনুকরণে হাফসীর এদেশে আসে এমনিভাবে অত্যন্ত দেড় হাজার বছরের অনুশীলন গ্রহণ-বর্জন অশান্তি রূপের কারণে বাঙালি জাতি গড়ে ওঠে

 

বাঙালি জাতির পরিচয় সংকর জাতি হিসেবে। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় হিন্দুদের ঐতরেয় আরণ্যক গ্রন্থ থেকে 6 টি জনপদকে একত্রিত করে বাংলা নামকরণ করে সুলতান ইলিয়াস শাহ। বাংলার আদি জনপদগুলোর জনগোষ্ঠীর ভাষা ছিল অস্ট্রিক। সর্বপ্রথম নির্বাচক বাংলা শব্দের ব্যবহার হয় আবুল ফজলের আইন আকবরির গ্রোন্থে বাংলা স্বাধীন রাজ্যের গোড়াপত্তন হয় মৌর্য যুগে। বাংলা সর্বপ্রথম নৌবাহিনী গড়ে তুলেছেন গিয়াসউদ্দিন আজম শাহ। বাংলাদেশের প্রাচীন যুগের শেষ রাজা ছিল লক্ষণ সেন টিপু সুলতানের পিতার নাম হায়দার আলী খান আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন 327 অব্দে ভারত নামকরণ করা হয় দশরথের পুত্র ভারতের নাম অনুসারে। আলেকজান্ডারের প্রধান সেনাপতির নাম সেলিয়াকাস এরিস্টটলের গৃহ শিক্ষক ছিলেন  প্লেটো এরিস্টটলের শিক্ষার কেন্দ্রের নাম লাইসিয়াম। প্লেটোর শিক্ষা কেন্দ্র হল একাডেমিয়া মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য  ।চন্দ্রগুপ্তের রাজধানী ছিল পাটলিপুত্রে প্রাচীন ভারতে প্রথম ভারতীয় রাষ্ট্রের স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য। বিন্দুসার এর মৃত্যুর পর ক্ষমতায় আরোহন করেন তাঁর পুত্র অসক

গৌরব অংশের শক্তিশালী রাজা ছিলেন শশাঙ্ক। শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত। স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করেন শশাঙ্ক স্বাধীন গৌড় রাজ্যের রাজধানী ছিল কর্ণসুবর্ণে রাজাধিরাজ উপাধি ধারণ করেন শশাঙ্ক নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা রাজা হর্ষবর্ধন বর্তমানে বিশ্ববিদ্যালয়টি আবারও চালু করা হয়েছে হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজে বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশ পাল বংশের রাজারা বাংলায় রাজত্ব করেছে প্রায় চারশত বছর   পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল সোমপুর বিহার অবস্থিত নওগাঁ জেলার পাহাড় পুরে ।বাংলার প্রথম বংশানুক্রমিক রাজবংশ চালু করে পালরা বাংলা ভাষা আদি নিদর্শন গঠিত হয় পাল আমলে সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন বল্লাল সেন ছিলেন বিজয় সেনের পুত্র

 

একুশের প্রথম গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। প্রথম সুর  করেন আব্দুল লতিফ ।একুশের প্রথম নাটক কবর কবর নাটকটি রচনা করেন মুনীর চৌধুরী নাটকটি রচনা করা হয়.১৯৫৩ সালে ।একুশের প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া পরিচালক ছিলেন জহির রায়হান চলচ্চিত্রটি মুক্তি পায় হাজার ১৯৭০সালে ।বাংলা ভাষার স্বীকৃতি বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় হাজার ১৯৫৬ সালে। বাংলা ভাষার স্বীকৃতি দেয় পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি

২১ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন ইউনেস্কো

 ইউনেস্কোর ১৯৯৯ সালের ১৭  নভেম্বর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সাত মার্চ হাজার ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে।

বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে । বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৫২৩ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় দুই হাজার ১৯৭১ সালে বাংলাদেশের জাতীয় পতাকা

জাতীয় নিরাপদ খাদ্য দিবস কবে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ ১৩৬ তম বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ ১৩৬ তম সার্কের প্রথম শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়

 

·         24 শে অক্টোবর এর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ?

·         বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ ?

·         মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল ?

·         মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?

·          দুই নম্বর সেক্টরের পদ্মা যমুনা কোথায় মিলিত হয়েছে?

·          রূপকল্প ২০৪১এ উন্নত বাংলাদেশ রূপকল্প কী?

·          ২০৪১এ উন্নত বাংলাদেশ বঙ্গবন্ধু উপগ্রহ টেলিযোগাযোগ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অধীনে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নাম কি ?

·         ইন্টার নেট কবে চালু হয় ?

·         ১৯৬৯ সালে ইন্টারনেট চালু হয়

·         মুক্তিযুদ্ধে কত লোক শহীদ হয়েছিল?

 

 

আই সিটি

> URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator

=> IP এর পূর্ণরূপ— Internet Protocol

=> VIRUS এর পূর্ণরূপ — Vital Information

Resource Under Seized

=> UMTS এর পূর্ণরূপ — Universal Mobile

Telecommunication System

=> RTS এর পূর্ণরূপ — Real Time Streaming

=> CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple

Access

1) GOOGLE : Global Organization Of Oriented

Group Language Of Earth

2) YAHOO : Yet Another Hierarchical Officious

Oracle

3) WINDOW : Wide Interactive Network

Development for Office work Solution

4) COMPUTER : Common Oriented Machine

Particularly United and used under Technical and

Educational Research

5) VIRUS : Vital Information Resources Under

Siege

6) UMTS : Universal Mobile Telecommunications

System

7) AMOLED: Active-matrix organic light-emitting

diode

OLED : Organic light-emitting diode

9) IMEI: International Mobile Equipment Identity

10) ESN: Electronic Serial Number

11) UPS: uninterrupted power supply

12) HDMI: High-Definition Multimedia Interface

13) VPN: virtual private network

14) APN: Access Point Name

15) SIM: Subscriber Identity Module

16) LED: Light emitting diode

17) DLNA: Digital Living Network Alliance

18) RAM: Random access memory

19) ROM: Read only memory

20) VGA: Video Graphics Array

21) QVGA: Quarter Video Graphics Array

22) WVGA: Wide video graphics array

23) WXGA: Wide screen Extended Graphics Array

24) USB: Universal serial Bus

25) WLAN: Wireless Local Area Network

26) PPI: Pixels Per Inch

27) LCD: Liquid Crystal Display

28) HSDPA: High speed down-link packet access

29) HSUPA: High-Speed Uplink Packet Access

30) HSPA: High Speed Packet Access.

গনিত

1. সরল মুনাফা

2. চক্রবৃদ্ধি মুনাফা

3. অনুপাত

4. বীজগণিতীয় মান নির্ণয়

4. দশমিক ভগ্নাংশ  সাধারণ ভগ্নাংশ

5. ত্রিকোণমিতি

6. পরিসংখ্যান

7 .সেট

8. জ্যামিতি

     ১।১৫ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে ওই

কাজ ২০ জন লোক কত দিনে করতে পারবে ?

২। ১০০০ টাকার  % কত ?

৩।ক্রয় মূল্য ৭৫ টাকা হলে   বিক্রয় মুল্য ১০০ টাকা  এবং

১০ক্ষতিতে বিক্রয় মুল্য কত হবে

.৩০ জন লোকের মধ্যে ২০অনুপস্থিত থাকলে মোট

কত জন অনুপস্থিত ?

৫।একটি বাশের কাদায়  পানিতে আছে মোট ৪৭ দশমিক

২৫ অংশ   বাশটি পানির অংশ নির্নয় করো ?

. প্যাকেট দুধের পেত্যেকটি তে শুন্য দশমিক আট লিটার

দুধ আছে ।এরুপ  টি প্যাকেটে মোট কত লিটার আছে?

৭।একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল ৭২৯ বর্গমিটার হলে

প্রস্থ ২২দশমিক  মিটার  দৈর্ঘ নির্নয় করো ?

৮।একটি ত্রিভুজাকার জমির ভুমির পরিমান ২৬০ মিটার

উচ্চতা ১২ মিটার ক্ষেত্রফল নির্নয় করো ?

৯।মামুন ব্যাংক থেকে  ১২মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে

১৬৮০ টাকা মুনাফা দিল। আসল নির্নয় করো ?

১০। একটি খাতার ওজন ১২৪ গ্রাম হলে ,৮০ টি খাতার ওজন

কত কেজি হবে ?

ENGLISH

01. While he __________ along the road a snake bit him?

Ans: was walking

02. Nobel price is considered the highest honor ________can be achieved in various fields.

Ans: That

03. Emperor Akbar- was a son of Humayun.

Ans: a great leader

 

04. The right expression for 'Am I not' is---

- aren't I ?

05. Which is the synonym of 'Neglect'?

Ans: Carelessness

 

06. I cut myself, here “myself” is an-

Ans: Reflexive pronoun

07. I wish if I ______ a cricketer.

Ans: were

08. Shakespeare is known mostly for his _____

Ans: Drama

09. I will give you a map of the new town in case you ............. lost.

Ans: get

11. What is the meaning of the phrase 'White Elephant'?

Ans: Very costly possession

12. Drive the nail into the table. What kind of noun is the word 'nail' here?

Ans: material

13. Still water runs deep. The word still here?

Ans: Adjective

14. Akbar still works in the office. Here the word 'still' -

Ans: Adverb

আমাদেই সাইট ভিসিট করার জন্য ধন্যবাদ এরখ  আরো সাজেশন পেতে আমাদের সাইট টি নিয়োমিত ভিসিট করতে ভুলবেন না ।


Post a Comment

Previous Post Next Post