FOR  MCQ 


তথ্য যোগাযোগ প্রযুক্তি এসএসসি এমসিকিউ প্রশ্নের সাজেশন

ইনপুট ডিভাইস কাকে বলে? এবং আউটপুট ডিভাইস কাকে বলে

১।ডেটাবেজ কি?

উত্তরঃ এক বা একাধিক যেটা ফাইল এর সমন্বয়ে ডাটাবেজ তৈরি বা গঠিত হয়। ডেটাবেজ হচ্ছে কোন সম্পর্কিত বিষয় এর উপর ব্যাপক তথ্য অথবা উপাত্তের সমাবেশ।

২। ডেটাবেজ ম্যানেজমেন্ট কি?

উত্তরঃডেটাবেজকে বিভিন্ন গঠন সাজান উপস্থাপনার কাজ গুলোকে বলা হয় ডাটাবেজ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা।

৩। এট্রিবিউট কি?

 উত্তরঃ একটি Enity এর বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্ত পেইজ গুলা আইটেম বা উপাদান ব্যবহার করা হয় তাকে বলা হয় একটি বিউটি যেমন একজন ছাত্রের নাম রোল বয়স ইত্যাদি হচ্ছে একটি এট্রিবিউট।

৪।টেবিল কি?

উত্তরঃএমিন হল রিলেশনাল ডেটাবেজ এর একটি উপাদান যা রো বা  কলামে বিভক্ত ।আধুনিক রিলেশনাল ডেটাবেজ এর প্রতিটি ডেটা ফাইলকে টেবিল বলা হয়

৫।ইনডেক্সিং কি?

উত্তরঃ ইনডেক্স করার অর্থ হচ্ছে সূচি প্রণয়ন করা প্রোফাইল আইডিটা ইনডেক্স করার অর্থ হচ্ছে সেই ডেটাকে আরোহী অবরোহী অনুসারে ক্রমানুসারে সাজানো।

ইন্টারনেট

ইন্টারনেট শব্দটির পূর্ণরূপ হল ইন্টারকান্টেড নেটওয়ার্ক। অন্যকথায় নেটওয়ার্কে নেটওয়ার্কে গঠিত হয় ইন্টারনেট অর্থাৎ নেটওয়ার্কের নেটওয়ার্কই  হচ্ছে ইন্টারনেট, এটি বিশ্বব্যাপী বিস্তৃত একটি কম্পিউটার নেটওয়ার্ক। দুই বা ততোধিক কম্পিউটারকে কেবল প্রক্রিয়ার মাধ্যমে মডেম স্যাটেলাইট ইত্যাদির মাধ্যমে সমন্বয় করার প্রক্রিয়াকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়

নিচে ইন্টারনেট প্রয়োজনীয় যন্ত্রপাতি দেওয়া হল

১। কম্পিউটার

২। মডেম

৩। টেলিফোন লাইন

৪। সফটওয়্যার

৫। এবং ইন্টারনেট সংযোগ

 

ইমেইল

ইমেজ শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রনিক মেইল।দুইটা কমিউনিকেশনের সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে এই ইমেইল। ইমেইল নতুন প্রযুক্তি উদ্ভাবিত নতুন ডাক ব্যবস্থা যার সাহায্যে খুব দ্রুত অল্পসময়ের মাধ্যমে চিঠিপত্র বা তথ্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো সম্ভব অর্থাৎ একটি ডিজিটাল ডাক যোগাযোগ ব্যবস্থা

ইমেইলের সুবিধা সমূহ

১। ইমেইলের মাধ্যমে খুব কম খরচে তথ্য আদান-প্রদান করা যায়

২। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইমেইল ব্যবহার ব্যাপক

৩। অল্প সময়ে তথ্য আদান-প্রদান করা সম্ভব

৫। খুব দ্রুত তথ্য আদান-প্রদান করা যায়

৬। ইমেইলের মাধ্যমে ছাত্র-শিক্ষক গবেষকরা নিজেদের মধ্যে তথ্য বিনিময় করতে পারেন।

 

·         পাঁচটি ইনপুট ডিভাইসের নাম বল এবং লিখ

·         পাঁচটি আউটপুট ডিভাইসের নাম বল এবং লিখ

 

কম্পিউটার

কম্পিউটার একটি সুবিশাল ইলেকট্রনিক যন্ত্র। ইলেকট্রনিক সরঞ্জামের সমন্বয়ে গঠিত প্রোগ্রাম নিয়ন্ত্রিত আধুনিক ইলেকট্রনিক যন্ত্র। ল্যাটিন শব্দ কম্পিউটেয়ার থেকে  ইংরেজি শব্দ কম্পিউটার শব্দটি উৎপত্তি হয়। কম্পিউটার শব্দটির আভিধানিক অর্থ গণনা করার যন্ত্র বা হিসেব করার যন্ত্র। আমি ব্যাপক অর্থে কম্পিউটারের সাইক্লোন ইলেকট্রনিক যন্ত্র যার সাহায্যে নির্ভুল এবং তড়িৎ গতিসম্পন্ন গাণিতিক যোগাযোগ বিনিয়োগ গুন ভাগ এবং যুক্তিমূলক কাজ করা যায় এবং তা গ্রহণ বিনাশের জন্য বিশ্লেষণ করার পদ্ধতি মেমোরিতে সংরক্ষণ করা যায় ।ত্রিশঙ্কু দশা টি ব্যবহার করে ফলাফল পাওয়া যায়। কম্পিউটারের ওএসআই গ্রহণ অংশ গাণিতিক যুক্তি অংশ নিয়ন্ত্রণ অংশ মেমোরি অংশ নির্গমন অংশ। মানুষের দেয়া এটা কোন নির্দেশনা কাকে বলা হয় ইনপুট। এবং মানুষের দেয়া নির্দেশনা এবংডেটা  দেওয়ার পরবর্তীতে যে তথ্য বা ফলপাওয়া যায় সেটাকে বলা হয় আউটপুট।

 

নেটওয়ার্ক এবং টপলজি

নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত কম্পিউটার গুলো অবস্থানের ভিত্তিতে অর্থাৎ ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে যে নেটওয়ার্ক সমূহ ভাগ করা হয় তা নিচে আলোচনা করা হলো

কম্পিউটার নেটওয়ার্ক সমগ্র প্রধানত কয় ভাগে ভাগ করা হয়

১। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান

২। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান

৩। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান

৪। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান

 

মডেম

 

মডেম একটি ইলেকট্রনিক ডিভাইস। মডেম শব্দটি মডুলেটর শব্দের এবংডিমডুলেটর  ডেম শব্দের দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে ।কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে মডেম এর গুরুত্ব অপরিসীম।এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদান করে মডেম। প্রতিটি মডেমেই মডুলেটর এবং ডিমডুলেটর নামে দুটি অংশে থাকে।  মডুলেটর ডিজিটাল সংকেত এনালগ সংকেত তে রূপান্তর করেন রূপান্তর প্রক্রিয়াকে বলা হয় মডুলেশন। মডেমের তথ্য আদান-প্রদানের গতির পরিমাপ করা হয় বিট পার সেকেন্ড বিপিএস বাজারে বিভিন্ন গতিসম্পন্ন মডেম পাওয়া যায় যেমন 600 কেবিপিএস ইত্যাদি।

 

সংযোগ পদ্ধতি উপর ভিত্তি করে মডেম কে দুই ভাগে ভাগ করা হয়

ইন্টারন্যাশনাল মডেম

এক্সটার্নাল মডেম

 

১।ক্লাউড কম্পিউটিং বলতে কি বুঝ?

উত্তরঃকম্পিউটার ডাটা স্টোরেজের সহজে ক্রেতা সুবিধামতো তাইবা মাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেম কেই বলা হয় ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কমপিউটিং একটি বিশেষ পরিষেবা।

২। স্যাটেলাইট কমিউনিকেশন কি?

স্যাটেলাইট কমিউনিকেশন হলো একটি স্বয়ংসম্পূর্ণ কমিউনিকেশন সিস্টেম যা পৃথিবী থেকে সিগনাল গ্রহণ করে সেগুলো ট্রান্সপন্ডার যা প্রকৃতপক্ষে একটি সমন্বিত রেডিও সিগন্যাল রিসিভার এবং ট্রান্সমিটার এর মাধ্যমে সেগুলো ট্রান্সমিট করে থাকে এবং রিসিভার এর নিকট প্রেরণ করে থাকে।

৩।ব্লুটুথ কি?

উত্তরঃদুই বা ততোধিক যন্ত্রপাতি একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে তারবিহীন যোগাযোগ পদ্ধতি ।ব্লুটুথ হলো একটি ওয়্যারলেস ল্যান টেকনোলজি যেখানে বিভিন্ন ফাংশনালিটি ডিভাইস যেমন মোবাইলফোন নোটবুক ল্যাপটপ ক্যামেরা ইত্যাদি একে অপরের সাথে সংযোগ স্থাপন করে।

৪। কম্পিউটার নেটওয়ার্ক কি?

উত্তরঃ দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করে তাদের মধ্যে তথ্য আদান প্রদান করাই হলো কম্পিউটার নেটওয়ার্ক।

৫। হটস্পট কি?

উত্তরঃ হটস্পট হলো এক ধরনের কমিউনিকেশন নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্ট ল্যাপটপ পিডিএ নোটবুক স্মার্টফোন কম্পিউটার ইত্যাদি তে ইন্টারনেট সংযোগ প্রদান করে।

৬। ওয়াইফাই কি?

উত্তরঃ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থা যার সাহায্যে বহনযোগ্য কম্পিউটার যন্ত্রপাতির সাহায্যে সহজেই ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়া যায়

৭।মাইক্রোওয়েভ যোগাযোগ বলতে কি বুঝায়?

উত্তরঃমাইক্রোওয়েভ সিস্টেম হল ইলেক্ট্রিক্যাল মেগনেটিক ওয়েব।ইলেক্ট্রিক্যাল মেগনেটিক বেতার তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত এক মিলিমিটার থেকে এক মিটার কিংবা গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ।

৮।কমিউনিকেশন সিস্টেম বলতে কি বুঝায়?

উত্তরঃইলেকট্রনিক উপায় এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান-প্রদানের পদ্ধতিকে বলা হয় কমিউনিকেশন সিস্টেম।ইলেকট্রনিক ডেটা কমিউনিকেশন সিস্টেম মাধ্যমিকে টেলিফোন লাইন মডেম কেবল মাইক্রোওয়েভ বেতার তরঙ্গ ইত্যাদি ব্যবহার করা হয়।

৯।ডেটা ট্রান্সমিশন স্পীড কি?

উত্তরঃযেখানে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তর হয় তাকে ট্রান্সমিশন বাটা ট্রানস্ফার সিস্টেম বলে।

১০।তথ্য যোগাযোগ প্রযুক্তিভূমিকা বর্তমান বিশ্বে কিরূপ প্রভাব ফেলবে বিষয়ে একটি অনুচ্ছেদ লিখুন।

আমাদের ওয়েবসাইট  ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন তথ্য এবং নতুন নতুন সাজেশন পেতে নিয়মিত আমাদের সাইটে ভিজিট করুন। এবং সাজেশন গুলো পিডিএফ আকারে পেতে আমাদের কন্টাক্ট পেজ যোগাযোগ করুন পিডিএফ ফাইলটি ইমেইলের মাধ্যমে প্রেরণ করা হবে,

Post a Comment

Previous Post Next Post