1111111111111111111
নৌ-পরিবহন অধিদপ্তর
পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
নৌ-পরিবহন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার সাজেশন
দেওয়া হল। এখানে মূলত বিগত বছরের নৌ-পরিবহন অধিদপ্তরের কম্পিউটার অপারেটর পদগুলোর
প্রশ্ন থেকে রিসার্চ করে কোন ধরনের প্রশ্ন অর্থাৎ কোন ক্যাটাগরির প্রশ্ন তৈরি করা হয়ে থাকে সেই অনুপাতে
এই সাজেশনটা তৈরি করা হয়েছে। আপনারা যারা সাজেশনটি পড়তেছেন তাদের সকলকে আন্তরিকভাবে
ধন্যবাদ।
নিচে উল্লেখিত প্রশ্নসমূহ এম সি কিউ ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তৈরি করা হয়েছে
* বাক্যের ক্রিয়ার
স্থে অন্য পদের যে সম্পর্ক তাকে কি
বলে ?
উত্তর কারক
ব্যাখ্যা বাক্যস্থিত একটি শব্দের সংগে অন্য
শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে
যে সকল বর্ন যুক্ত করা হয় তাদের বিভক্তি বলে । যেমন কে, রে, এ, রে, য়, তে, ইত্যাদি ।শব্দ গঠনের উদ্দে্শ্যে নাম প্রকৃতি
ও ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে ।বাংলা ভাষায় যে অব্যয় শব্দ গুলো কখনো স্বাধীন পদ রুপে , আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যাবহারিত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ
বলে ।
* একুশে ফেব্রুয়ারি
র বিখ্যাত গান টির সুরকার কে ?
উত্তর আলতাফ মাহমুদ
ব্যাখ্যা
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি
বিখ্যাত গানটি প্রথম প্রকাশিত হয় হাফিজুর রহমান
সম্পাদিত একুশে ফেব্রুয়ারি গ্রন্থে । গানটি প্রথম
সুরকার ও কণ্ঠ শিল্পি ছিলেন আব্দুল
লতিফ । বর্তমান সুরকার আলতাম মাহমুদ ও সমবেত
কন্ঠে গাওয়া ।
* বিদ্রহী
কবিতা টি কত সালে প্রকাশিত হয় ?
উত্তর ১৯২১
সালে প্রকাশিত হয়
ব্যাখ্যা ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষের সপ্তাহে কবি নজরুল বিদ্রহী কবিতাটি লেখেন । আর তা ১৯২২ সালে ৬ জানুয়ারী সপ্তাহিক বিজলী প্ত্রিকায় প্রথম প্রকাশিত হয় ।এ কবিতা টি তার প্রথম প্রকাশিত কবিতা। অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা । অগ্নিবীণা কাব্যে মোট ১২ টি কবিতা স্থান পেয়েছে । এ কাব্যের আরো কয়েকটি উল্লেখযোগ্য কবিতা ধুমকেতু খেয়া পারা পারের তরনী কামাল পাশা সহ আরো অনেক কবিতা রয়েছে ।
*আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করে
উত্তর ১৪৯৮ থেকে ১৫১৯
ব্যাখ্যা মধ্যযুগে বাংলার সর্বশ্রেষ্ঠ নরপতি বাংলার আকবর আলাউদ্দিন হোসেন শাহ ১৪৯৩ সালে বাংলার মসনদে অধিষ্ঠিত হন ।এর পূর্বে তিনি হাবসী শাসনকালে প্রধানমন্ত্রী ছিলেন ।শাসনামলে বাংলার শ্রেষ্ঠ বিশৃংখল পরিচিতি দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনেন পশ্চিম সীমান্তে সিকান্দারের সাথে শান্তি স্থাপনের উত্তরবাংলা শাসনাধীন হয় । পশ্চিম সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পর তিনি ১৪৯৮সালে রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষায় কামতাপুর রাজ্য অভিযান চালিয়ে সফল হন ।রাজধানী পর্যন্ত সমগ্র অঞ্চল বাংলা সঙ্গে যুক্ত হয় এর দৃষ্টিকোণ থেকে আলাউদ্দিন হোসেন শাহ ১৪৯৩সালে স্বাধীনতা প্রতিষ্ঠিত হলেও তিনি বৃহত্তর বাংলা শাসন করেন ১৪৯৮সাল পর্যন্ত। তবে তার শাসনকালে ছিল ১৪৯৮ থেকে ১৫১৯।
* ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভোট প্রদান করেছিলেন
উত্তর সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে কখন বাংলাদেশের বিজয় সুনিশ্চিত ঠিক তখনি ৪ ডিসেম্বরজাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে মার্কিন প্রতিনিধি দল জর্জ এইচ বুশ ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতি ও সৈন্য প্রত্যাহারের প্রস্তাব পেশ করেন। সোভিয়েত ইউনিয়ন প্রতিনিধি এ প্রস্তাবকে একতরফা বলে অবহিত করে, প্রস্তাবটি ভেটো প্রদান করে ।পরের দিন.৫ ডিসেম্বর আরও আটটি দেশের পক্ষ থেকে পাক-ভারত যুদ্ধ বিরোধী প্রস্তাব আনলে সোভিয়েত ইউনিয়ন তাদের পুনরায় ভোট প্রদান করে ।এভাবে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে অবস্থান করে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে ভোট প্রদান করে।
* বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় ছিলেন
উত্তর লর্ড কার্জন
ব্যাখ্যা ভারতের ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫সালের ১৬ অক্টবর বাংলা ভাগ করেন। এ বিভক্তি মাধ্যমে সমগ্র বাংলাকে পূর্ববাংলা ও আসাম এবং পশ্চিমবাংলা নামে দুটি প্রদেশে পরিণত করা হয.।পূর্ববাংলা ও আসাম প্রদেশের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম্রাজশাহী ,আসাম জলপাইগুড়ি পার্বত্য ত্রিপুরা মালদহ পশ্চিম বাংলা বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয়েছিল পশ্চিমবাংলা প্রদেশ ১৯৪৭ সালের ভারত ভাগের সময় ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
* বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত
উত্তর ভাওয়াল ও মধুপুরের বনভূমি
অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ 2022
বি আই ডব্লিউ টি এ নোটিশ বোর্ড
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2021
অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ 2021
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ পরীক্ষার প্রশ্ন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ পরীক্ষার ফলাফল
অফিস সহায়ক মৌখিক পরীক্ষার ফলাফল ২০২১
ব্যাখ্যা বাংলাদেশের বনভূমি কে প্রধানমন্ত্রী ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি ও গরান বা স্রোতজ
বনভূমি এ তিন ভাগে ভাগ করা হয়।মধুপুরে ও ভাওয়ালের বনভূমি প্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি
অন্তর্ভুক্ত। এর আয়তন প্রায় 875 বর্গ কিলোমিট… শাল জাতীয় এক ধরনের গজারি এ বনভূমির প্রধান বৃক্ষ।
পার্বত্য চট্টগ্রামে বনভূমির প্রধান বৃক্ষ গর্জন জারুল শিমুল ইত্যাদি। খুলনা বরিশাল ও পটুয়াখালীর বনভূমির
প্রধান বৃক্ষ গেওরা ধুন্দল কেওড়া ইত্যাদি।
* স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে
উত্তর সপ্তম
ব্যাখ্যা ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের
সংবিধানের সপ্তম তফসিলে সংযোজন করা হয় । পঞ্চম তফসিলে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ষষ্ঠ
তাফসীরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংযোজন করা হয় ।
* খাদ্য তৈরিতে উদ্ভিদ বায়ু থেকে কি গ্রহণ করে
উত্তর কার্বন ডাই অক্সাইড
ব্যাখ্যা বায়ু ছাড়া কোন প্রাণী বা উদ্ভিদ কিছুতেই বাঁচতে পারে না। আমরা যে শুধু শ্বাসকার্যে বায়ু
ব্যবহার করি বিষয়টি এমন নয়, বায়ু সমগ্র উদ্ভিদ ও প্রাণিকুল এর জন্য খাদ্য জোগায়। আমাদের
নিঃশ্বাস থেকে প্রতি মুহূর্তে বায়ুমণ্ডলের প্রচুর কার্বন-ডাই-অক্সাইড যোগ হচ্ছে। উদ্ভিদ তাদের খাদ্য
তৈরীর জন্য বায়ুমণ্ডল থেকে এই কার্বণ-ডাই-অক্সাইড গ্রহণ করছে ।এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার
মাধ্যমে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করছে।
* কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়
উত্তর ক্রোমোপ্লাস্ট
ব্যাখ্যা রঙিন প্লাস্টিক কে ক্রোমোপ্লাস্ট বলে। ক্যারোটিন এবং জ্যান্থোফিল পিগমেন্ট এর জন্য এরা রঙিন হয়
। উদ্ভিদের যে সব অঙ্গ বর্ণময় যে সব অঙ্গে ক্রোমোপ্লাস্ট থাকে ক্রোমোপ্লাস্ট এর উপস্থিতির জন্য পুষ্প
পাতা ফল ও বীজ সুন্দর হয়। তাই কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে পরাগায়নের সাহায্যে বংশবিস্তার করে।
রং এর কারণে ফল এবং বীজ এর বিস্তারেও এদের ভূমিকা অপরিসীম।
* জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো
উত্তর মৌলিক স্বাধীনতার উন্নয়ন
ব্যাখ্যা ১৯৮০ এর দশকে বিভিন্ন উন্নয়নশীল দেশে বিশেষ করে সাব-সাহারান দেশগুলোতে বিভিন্ন
অর্থনৈতিক সংস্থা কার্যক্রম শুরু করে ।এতে ওইসব দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি অর্থ
সামাজিক কিছু সমস্যার উদ্ভব ঘটে। দাতা সংস্থার পরামর্শে এই সমস্যা মোকাবিলায় স্ট্রাকচারাল
এডজাস্টমেন্ট নীতি অনুসরণ করলেও তা মানুষের তেমন কল্যাণ নিশ্চিত করতে পারেন…
এ প্রেক্ষাপটে বিশ্বব্যাংক সুশাসনকে এজেন্ট ভুক্ত করেন। জাতিসংঘের অভিমতে সুশাসনের লক্ষ্য
ও উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন। জাতিসংঘ সুশাসনের 8 টি উপাদান উল্লেখ করেছে ।
* সভ্য সমাজের মানদন্ড হলো
উত্তর আইনের শাসন
ব্যাখ্যা যে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে জনগণের জীবন মালের নিরাপত্তা বজায় থাকে সমাজের
সকল মানুষ সমান আইনগত ও বিচারের সুবিধা পেয়ে থাকে এমন সমাজকে সভ্য সমাজ বলে। সভ্য
সমাজের উপযুক্ত বিষয়গুলো সমাজের বাস্তবায়ন হয় আইনের শাসনের মাধ্যমে ।যথার্থ আইনের
শাসন গণতান্ত্রিক সরকারের বৃত্তি হিসেবে কাজ করে।
বিপরীত বৈষম্য নীতি প্রয়োগ করা হয়
উত্তর সংখ্যালঘুদের ক্ষে ত্রে
ব্যাখ্যা মানুষের মধ্যে নানা বৈশিষ্ট্যগত বিচারের বৈষম্য নির্ণয় করা হয়। এই বৈষম্যের কয়েকটি মৌলিক দিক
রয়েছে। যেমন নরগোষ্ঠীগত লিঙ্গ গত অর্থ সামাজিক ধর্মীয় । এখানে মূলত বৈষম্যের শিকার করে অর্থাৎ
শিকার হয়ে থাকে নিম্ন বর্ণের মানুষ নারী জাতি অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠী এবং অ প্রধান ধর্ম
পালনকারীরা ।কিন্তু বিপরীত বৈষম্য মূলত বৈষম্যের উল্টা ধর্ম যেখানে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের দ্বারা
বৈষম্যের শিকার হয়ে থাকে। ফের প্রশাখায় পুরুষরা নারীদের দ্বারা শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ দের দ্বারা উচ্চবর্ণ ও নিম্ন
বর্ণের দ্বারা এবং সাধারণ মানুষ কোটাধারীদের দ্বারা বিপরীত বৈষম্যের শিকার
গণিত অংশ
গণিত অংশের জন্য সাধারণত যে বিষয়গুলো জন্য প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো নিচে উল্লেখ করা হলো বিশেষ দ্রষ্টব্য এই অংক গুলো শুধুমাত্র নৈবিত্তিক প্রশ্ন এবং ছোট ছোট প্রশ্নের জন্য প্রস্তুতিমূলক
1. সরল মুনাফা
2. চক্রবৃদ্ধি মুনাফা
3. ঐকিক নিয়ম
4 সেট
5পরিসংখ্যান
6. ত্রিকোণমিতি
7 উপপাদ্য ও সম্পাদ্য
9. দশমিক ভগ্নাংশ
10 পরিসংখ্যান
নিচের উদাহরণস্বরূপ কিছু প্রশ্ন দেওয়া হল যা কম্পিউটার অপারেটর পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ .এবং বারবার পরীক্ষায় আসে সেই ধরনের অংক।
১ একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গ কিলোমিটার। এই বাগানে 5/6 অংশ ফুল চাষ করা হলে তার গড়া অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার ?
২ 35 দশমিক 28 লিটার তেল নয়টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল হবে?
৩ ।বারোটি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত?
৪ একটি আয়তাকার জমির প্রস্থ 1.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার। জমির ক্ষেত্রফল নির্ণয় করো?
৫ 3.25 মিটার লম্বা একটি লোহার খন্ডের ওজন 15.6 কেজি। লোহার খন্ডের প্রতি মিটার এর ওজন নির্ণয় করো?
৬ বার্ষিক 15% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল?
৭ একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত ?
৮ ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8 পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য 1500 টাকা ঋণ নেওয়া হল ।পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে?
৯ একটি কাগজ 0.1 মিলিমিটার পুরু। যদি কাগজটিকে 10 ভাজ করা হয় তাহলে তার পরুত্ব কত হবে?
১০ 35 থেকে 39 শ্রেণি ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত এখানে শ্রেণি ব্যবধান বলতে কী বোঝায়?
বিষেশ করে আমাদের কে ইংরেজী বিষয়ের উপর প্রস্তুতি ভালোভাবে নেওয়া উচিত ।
ইংরেজি অংশের জন্য যে বিষয় গুলো দেওয়া হয় তা ক্রমিক নাম্বার অনুযায়ী সাজানো হয়েছে ।আপনারা এই বিষয় গুলোর উপর ভালোভাবে প্রস্ততি নিবেন
1.Transformation of sentence
2.Degree
3.Appropriate preposition
4.Narration for (MCQ)
5.Use of Right form of verb
6.Article
7.Simple Compound Complex
8.Voice
9.Idioms and Phrases
10.Pragraph
এরখম নতুম নতুন তথ্য সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট টি ভিসিট করুন ।আপনাদের কোনো অভিযোগ বা কিছু জানতে চাইলে আমাদের জানাতে পারেন বা কমেন্ট করতে পারেন ।
Post a Comment