বাংদেশ ব্যাংকে 

সহকারী পরিচালক      পদের লিখিত পরিক্ষার প্রস্তুতি  ২০২২


বাংলা অংশ 

  • বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেন কে

                 উত্তর  দীনেশ চন্দ্র দীনেশচন্দ্র  সেনগুপ্

  • পদাবলীর প্রথম কবি কে

 উত্তর  বিদ্যাপতি

ব্যাখ্যা পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি। তবে তার

পদাবলী গুলো

ছিল ব্রজবলি ভাষায় রচিত।

বাংলা ভাষায় রচিত পদাবলীর আদি কবি চন্ডীদাস।

  • দোভাষী পুঁথি বলতে কী বোঝো?

উত্তর কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত

ভাষার রচিত পুথি 


  • সঞ্চয়িতা কোন কোভিদ কাব্য সংকলন?

 উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর 


  • রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?

 উত্তর  রক্ত কবরী

  • কোন কবিতা রচনার এর কারণে নজরুল ইসলামের

  • কারাদণ্ড হয়েছিল?

উত্তর আনন্দময়ী আগমনে


  • কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা

  • কোনটি

 উত্তর  বাউকুলের আত্মকাহিনী


  • সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?

 উত্তর মোহাম্মদ নাসির উদ্দিন 


  • সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি কে?

 উত্তর  ফররুক আহমদ 


  • পথের দাবী উপন্যাসের রচয়িতা কে?

 উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


  • অপলাপ শব্দের অর্থ কি?

 উত্তর অস্বীকার

  • পদ বা পদাবলী বলতে কি বুঝায়?

 উত্তর বৌদ্ধ  বৈদ্যবৈষ্ণবীয় ধর্মের গুঢ়

বিষয়ের বিশেষ সৃষ্টি


  • বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কার

  • রচনা?

 উত্তর মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ

আলী আহসান


  • কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের

  • জীবন গ্রন্থ?

 উত্তর মরুভাস্কর


  • পদাবলী লিখেছেন?

 উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর


  • বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান

  • এর সম্পাদক কে?

 উত্তর আহমদ শরীফ


  • রাজা রামমোহন রায়

১৭৭২ সালে হুগলি জেলার এক তালুকদার

পরিবারে রামমোহন রায়ের

জন্ম হয়। তিনি ছিলেন

একাধারে সমাজ শিক্ষা ও ধর্মীয় সংস্কারক

। রাজা রামমোহন রায়

সংস্কৃত আরবি-ফারসি

ইংরেজি ভাষায় পাণ্ডিত্য লাভ করেন।

গৃক হেব্রু সিরীয় ভাষায়

দক্ষতা অর্জন করে। 



হাজার ১৮২৩ সালে সংবাদপত্র বিডি পাস

করা হলে রামমোহন রায়ের বিরুদ্ধে

তীব্র আন্দোলন শুরু

করেন। তিনি সুপ্রিম কোর্টে একটি প্রতিবাদলিপি দাখিল

করেন। এ প্রতিবাদলিপি

প্রতিলিপি ইংল্যান্ডের

প্রিভি কাউন্সিলে প্রেরণ করেন । ১৮২৮ সালের রামমোহন

রায় ব্রক্ষ্ম সভা

প্রতিষ্ঠা করেন । এ সংগঠনের

সদস্য গণ ব্রক্ষ সমাজ প্রতিষ্ঠা করেন । হিন্দু ইসলাম

খ্রিস্টান ধর্মের সারসংক্ষেপ

করে একেশ্বরবাদেরউপর ভিত্তি করে রামমোহন রায়

ব্রাক্ষ ধর্ম প্রতিষ্ঠা করেন।

সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের ও বিধবা বিবাহ প্রচলন

এর স্বপক্ষে তিনি প্রচার চালান। 

গোষ্ গোপাল তৎকালীন নামমাত্র দিল্লীর মুঘল

বাদশাহ দ্বিতীয় আকবর তার দাবি-দাওয়া ব্রিটিশ

সরকারের কাছে পেশ করার জন্য হাজার ১৮৩০

সালে রামমোহন রায়কে বিলেতে পাঠান।

এ উপলক্ষে সম্রাট তাকে রাজা উপাধি দেন ।

রামমোহন রায় লন্ডনে গিয়ে কোম্পানির শাসনের

ভারতীয়দের দুরবস্থার কথা ব্রিটিশ পার্লামেন্ট কে

অবহিত করেন। রাজা রামমোহন রায় ছিলেন

পাশ্চাত্য শিক্ষার পক্ষপাতী । এ উদ্দেশ্যে তিনি কলকাতায়

অ্যাংলো হিন্দু নামে একটি বিদ্যালয়

প্রতিষ্ঠা করেন।



  • ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

মনিপুর জেলার বীরসিংহ গ্রামে

জন্মগ্রহণ করেন । তার পিতার নাম ঠাকুরদাস

বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেবী ।

তার পারিবারিক নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ।

বিদ্যাসাগর ছিল তার উপাধি ।.১৮৪০ সালে


সংস্কৃত কলেজ থেকে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন ।

তিনি ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর

করতেন । ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের

সেরেস্তাদার বা প্রধান পন্ডিত হিসেবে

কর্মজীবন আরম্ভ করেন এবং সংস্কৃত কলেজের

অধ্যক্ষ পদে তিনি অবসর গ্রহণ করেন ।

কলকাতায় নারী শিক্ষা মন্দির বেথুন কলেজ তার

সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল । হিন্দু

সমাজে বিধবা বিবাহ প্রচলন চেষ্টা করেন । তার প্রচেষ্টায়

২৬  জুলাই ১৮৫৬ সালে বিধবা বিবাহ

আইন পাশ হয় । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের

জনক বলা হয় .। ১৮৯ ১  সালের

২৯ জুলাই বিদ্যাসাগরের মৃত্যু হয় । 



  • মাইকেল মধুসূদন দত্ত 

১৮২৪  সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার

সাগরদাঁড়িতে গ্রামে

জন্মগ্রহণ করেন । সাগরদাঁড়ি গ্রাম কপোতাক্ষ নদের তীরে

অবস্থিত .১৮৮৩ সালের

৯ ফেব্রুয়ারি খ্রিস্টধর্ম গ্রহণ করে । তিনি ব্যারিস্টারি পাস

করেছিলেন তবে এ পেশা

ভালো বলতে পারেনি । বাংলা ইংরেজি সংস্কৃত এব্রু গ্রীক ল্যাটিন

প্যারিস জার্মান ইতালিয়ান

তামিল তেলেগু ভাষায় দক্ষ ছিলেন । তিনি কলকাতার

অলিপুর হাসপাতালে  ১৮৭৩ সালের

  ২৯ জুন মৃত্যুবরণ করেন । 





গনিত অংশ

গণিত বিষয়ে প্রস্তুতির জন্য নিচে প্রস্তুতিমূলক কিছু অংশ

দেওয়া হল যা বিগত বছরের প্রশ্নের আলোকে তৈরি করা হয়েছে। এগুলো শুধুমাত্র নৈবত্তিক প্রশ্নের জন্য এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্যপ্রস্তুতিমূলক 

 


১।ঐকিক নিয়ম

২। শতকরা

৩। দশমিক ভগ্নাংশ এবং দশমিকের ছোট ছোট  অংশসমূহ

অংক সমূহ

৪। সরল মুনাফা

৫। চক্রবৃদ্ধি মুনাফা

৬। সেট

৭। পরিসংখ্যান

৮। অনুপাত

৯। ত্রিকোণমিতি


১০ । এবং বীজগণিতীয় রাশি অর্থাৎ বীজগণিত এর মধ্যে

মান নির্ণয় অংক আমরা দেখতে

পাই এ ধরনের অংক গুলো বার বার পরীক্ষায় আসা রেকর্ড

রয়েছে সুতরাং আমাদের উচিত

এই বিষয়গুলোর উপর ভালোভাবে প্রস্তুতি নেওয়া। উদাহরণস্বরূপ

কিছু অংক দেওয়া হলঃ




১।এক ইঞ্চি সমান .২৫ সেমি   . ইঞ্চি  সমান কত সেমি ?

 

২।একটি আয়তাকার জমির  প্রস্থ দশমিক ৭৫

 মিটার  এবং  দৈর্ঘ্য ১২ দশমিক

আট মিটার জমিটির

 ক্ষেত্রফল নির্নয় করো ?

 

৩। আকাশের ওজন ৩৬দশমিক  কেজি  তার ছোট ভাই 

বাবার ওজন যথাক্রমে তার ওজনের

শূন্য দশমিক গুন ।তার ভাই এবং বাবার ওজন নির্নয় করো ?

 

৪।একটি গাড়ি  দশমিক ঘন্টায়  ১১৪ দশমিক

 কিলোমিটার যায় গাড়িটি এক ঘন্টায় কত

কিলোমিটার যায়




৫। একটি  আয়তাকার জমির ক্ষেত্রফল ৭২৮ বর্গমিটার এর প্রস্থ ২২

 দশমিক মিটার হলে দৈর্ঘ্য 

নির্নয় করো ?

৬।৩.২৫  মিটার  লম্বা একটি লোহার খন্ডের ওজন ১৫ দশমিক

 কেজি লোহার খন্ডের প্রতি মিটারের

ওজন নির্নয় করো

৭।একটি গ্রামের মোট জনসংখ্যা ১২৮০ জন তার মধ্যে ৪০%

 লোক শিক্ষিত শিক্ষিত লোকের  সংখ্যা

নির্নয় করো

            ৮।সুমন একটি ব্যাংক থেকে ৪৫০০ টাকা ঋণ নিলেন বার্ষিক %

 মুনাফায় কত

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক প্রস্তুতি

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের সুযোগ সুবিধা

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক বেতন

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক সিলেবাস

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আমরা মনে করি এই অংক গুলো সমাধান আপনারা

যারা ব্লগ টি পড়তেছেন তারা অবশ্যই

এগুলো সমাধান করতে পারবেন । যদি আপনাদের

মনে হয় সমাধান করতে সমস্যা

তাহলে আমাদের জানাতে পারেন। সরাসরি ইনবক্স

এর মাধ্যমে অথবা কমেন্ট এর

মাধ্যমে আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব 




সাধারন জ্ঞান অংশ

1. ঢাকা গেট নির্মাণ করেন কে? 

     মীর জুমলা

2. সাত মার্চ ভাষণের মূল বিষয় ছিল কয়টি?

      চারটি

3. সুন্দরবন অন্য যে নামে পরিচিত সেই নামটি কি?

      বাদাবন

4. বাংলাদেশের উন্নয়ন ফোরামের বৈঠকে সভাপতিত্ব করেন কে?

     বিশ্ব ব্যাংক

5. বাংলাদেশের রেলওয়ের দীর্ঘতম প্লাটফর্ম কোথায় অবস্থিত?

       কমলাপুর ঢাকা

6.  নির্মিতব্য মেট্রোরেলের দৈর্ঘ্য কত ?

        ২০.১০ কিমি

7. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ রয়েছে মোট কতটি?

        ১৫৩ টি

8.  বাংলাদেশের ভার সমূহ  কি দিয়ে গঠিত?

       বেলে পাথর, শেল ও গর্দন ধরা

9. বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি?

      32 টি

10. আয়তনে বাংলাদেশ বিশ্বে কততম?

       ৯২ তম 

11. প্রাচীন কর্ণসুবর্ণ বলতে কি বুঝায়?

      আধুনিক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ 

12. বাঙালি জাতি গড়ে উঠেছে কোন কোন জাতির সংমিশ্রণে?

        অস্ট্রিক দ্রাবিড় ও আর্য জাতি  সংমিশ্রনে

13. বঙ্গ ও গৌর নামের দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় কত শতকে?

       ষষ্ঠ শতকে

14. ইবনে বতুতার আগমন ঘটে কখন?

       ফখরুদ্দিন মোবারক সাহেব রাজত্বকালে ১৩৪৬ খ্রিস্টাব্দ

15. শেরেবাংলা এ কে ফজলুল হক পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন কত সালে?

       ১৯৫৬ সালে তিনি পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন

16. সাংবিধানিকভাবে পূর্ব বাংলার পূর্ব নাম চূড়ান্ত করা হয় কত সালে?

         23 মার্চ ১৯৫৬ সালে পূর্ব বাংলার নাম চূড়ান্ত করা হয়

17. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে?

        30 জানুয়ারি ১৯৫২ সালে

18.  ২১ দফার প্রথম দফা কি ছিল?

       বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি প্রদান

19. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুর জোহাকে হত্যা করা হয় কত সালে?

        ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯

20. স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কত সালে এবং এটিকে পাঠ করেন?

        ১৭ এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় এবং এটি পাঠ করেন অধ্যাপক  ইউসুফ আলী

21. বাংলাদেশের সাহিত তম তফসিল ব্যাংক কোনটি?

        বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড

22. ঢাকা রেলওয়ে দীর্ঘতম রুট কোনটি?

        ঢাকা পঞ্চগড়

23. দেশের প্রথম পোষা প্রাণীর হাসপাতাল অবস্থিত কোথায়?

        পূর্বাচল ঢাকা

24. একুশে পদক ২০২০ সালে  লাভ করেন কতজন ব্যক্তি?

        বিশ জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান

25. ২০১৯-২০ অর্থবছরে সাময়িক হিসেবে জিডিপিতে কৃষি খাতের অবদান কত?

        ১৩.৩৫ শতাংশ

26. সংবিধানে সপ্তদশ সংশোধনীর বিল সংসদে পাস হয় কত তারিখে?

 ৮    জুলাই ২০১৮

27. সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী  সর্বোচ্চ শাস্তি কি?

       পাঁচ বছর বা ৫ লাখ টাকা অথবা উভয় দণ্ড

28. জাতীয় রাজস্ব বোর্ড ঘোষিত সর্বশেষ শুল্ক স্টেশন কোথায়?

       রামপাল বিদ্যুৎ কেন্দ্র এলাকা

29. বাংলাদেশের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত নতুন

 দেশি মুরগির জাত কি কি?

       মাল্টি কালার, টেবিল চিকেন

30. বাংলাদেশের প্রথম ত্রিদেশীয় টুর্নামেন্ট যে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে জয়লাভ করে

 শিরোপা জিতে?

       উইন্ডিজ

31. টিপাই মুখ বাঁধ অবস্থিত?

        মনিপুর ভারত

32. থাইল্যান্ডের মুদ্রার নাম কি?

        বাথ

33. ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম কি?

       মোসাদ

34. ইতালির রাজধানী রুমের অভ্যন্তরে অবস্থিত আরেকটি স্বাধীন দেশের নাম কি?

       ভ্যাটিকান সিটি

35. ওশেনিয়া মহাদেশে পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ?

        ৫.৮ শতাংশ

36.  প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয় কত তারিখে?

         ২৪ অক্টোবর প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়

37. যে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই?

        তাইওয়ান

38. ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট এর নাম কি?

        জাইর   বোলসোনারো

39. বিশ্বের সর্বনিম্ন কর্পোরেট কর বিশিষ্ট স্থান?

        হংকং

40. উত্তর আমেরিকা মহাদেশের সর্ববৃহৎ ব-দ্বীপের নাম কি?

        ল্যাব্রাডর

41. ইহুদি রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?

        মিশর

42. ২০২০ সালের বউমাতৃক দারিদ্র্যের শীর্ষ দেশ কোনটি?

      নাইজার

43. ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল?

       স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্ব

44.  সমুদ্র সমতল থেকে উচ্চতার দিকে সবচেয়ে নিচু দেশ কোনটি?

        মালদ্বীপ মাত্র ১.৫ মিটার উঁচু

45. জাপানের ১২৬ তম সম্রাট নারুহিত সিংহাসনে আরোহন করেন কত সালে?

       পহেলা মে ২০১৯

46. সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার ঘোষণা দেয় তা  কি? 

       Intermediate range nuclear force ( INF)

47.মানবদেহে ক্রোমোজোম রয়েছে মোট কত জোড়া?

       ২৩ জোড়া ক্রোমোজোম

48. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?

       সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হল বুধ

49.  জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবহার করা হয়?

        পানির বিভব শক্তি

50.  কাঁচের উপর ধাতুর প্রলেপ দেওয়াকে বলে?

       পারা লাগানো বা সিলভারিং


English

1.No other girl in the class  is as good as mim (comparative)?

Ans: mim is better than  any other girl  in the class.

2.very few  metals are as costly as gold   comparative?

 Ans: cold is more  costly than most other metals

3. everybody loves his country interrogative?

Ans  who does not love his country

4. who cannot do it. assertive?

 Ans somebody has come

5. you are a great fool exclamatory?

Ans what a fool you are

6. the picture is very fine. exclamatory?

Ans how find the picture is

7. I wish I were a child again. exclamatory?

Ans if I were a child again

8. it is a matter of delight that I have passed in my SSC exam. exclamatory?

Ans. hurrah! I have passed in my SSC exam

9. in spite off his being rich, he is not happy. complex?

Ans tho he is rich  he is not happy

10. when the day was very hot I could not go out. compound?

Ans the day was very hot and so I could go out.

e.t.c



  • Degree

  • Right form of verb 

  • Translate into English

  • Translate into Bengali

  •  preposition

  • Article

  • Connector

  • Incomplete story writing

  • Incomplete sentence writing

  • Earrings

  • Substitution table

  • Narrative style for passage



  •  Writing Part 

Passage writing about  any subject

Letter writing about any subject

Composition writing about any subject 

Write yourself Thats  means your CV


আরো সাজেশনের জন্য ক্লিক করুন


thanks for visiting


Post a Comment

Previous Post Next Post