NARRATION



যখন বক্তার বক্তব্য শুনে শ্রোতা অন্য কোথাও  ওই বক্তব্য উপস্থাপন করতে যায়  তখন সে দুইটি ভঙ্গিমায় তা উপস্থাপন করতে পারে । (ক) হুবহু বক্তার ভাষায়  ও (খ) নিজের ভাষায় ।মুলত উপস্থাপনের এই ভাষাকেই  NARRATION  বলে

Classification of narration:      Narration  দুই প্রকার  নিচে দেওয়া হলো

1.     Direct narration

2.     Indirect narration    

*Definition of Direct narration : বক্তার বক্তব্য হুবহু বক্তার ভাষায় প্রকাশ করা কে Direct narration বলে ।

* Definition of Indirect narration   :  বক্তার বক্তব্য  নিজের ভাষায় প্রকাশ করার কে  Indirect narration   বলে ।

NARRATION সম্পর্কে যে বিষয় গুলো জানা জরুরী  তা নিচে আলোচনা করা হলো ঃ

1. Reported Speech /R.S – রিপোর্টেড ,স্পিচ

2. Reporting Verb /R. V- রিপোর্টিং ভার্ব

3. Object – (অবজেক্ট)

4. Subject – সাবজেক্ট

Reported Speech /R.S – Inverted comma   এর ভিতরে যা কিছু থাকে তাকে  Reported Speech  বলে ।

Reporting Verb /R. V – Object এর আগে যে ভার্ব থাকে তাকে   Reporting Verb বলে

Subject –  Reporting Verb এর আগে অর্থাৎ সর্ব প্রথম যে Noun বা Pronoun টি থাকে তাকে  Subject বলে ।

Object –  Comma এর আগে   যে Noun বা Pronoun টি  বলা হয়ে থকে  Object   নিচে কিছু উদাহরন দেওয়া হলো 



Example:  He said to me ,” I am a student “

1.       Reported Speech= I am a student

2.       Object = Me

3.       Reporting Verb= Said

4.       Subject =He   

NARRATION প রিবর্তনে Tense  এর পরিবর্তন সম্পর্কে  স্পষ্ঠ ধারনা লাভ করতে হলে আমাদের কে বিষেশ করে  Tense এর বিষয়ে পুরোপুরি ধারনা থাকতে হবে

Present Tense: Direct narration টি যদি চার টি Present Tense এর মধ্যে কোনো একটি হয়  তাহলে Indirect narration    করার সময় ওই Present Tense যে জাগায়    Past  tense টি বানাতে হবে ।

উদাহরন ঃ

Step 1 :  Direct narration টি present Indefinite  tense হলে  Indirect narration  Past Indefinite tense  হবে ।

Step 2:   Direct narration টি present continuous হলে   Indirect narration   Past continuous হবে ।

Step 3:   Direct narration টি present Perfect হলে     Indirect narration   Past Perfect হবে ।

Step 4:  Direct narration টি present Perfect continuous   হলে  Indirect narration   Past Perfect continuous হবে ।

Past Tense :

উদাহরন :

Step 1 :    Direct narration টি Past Indefinite  হলে Indirect narration   Past Perfect tense হবে ।

Step 2 :  Direct narration টি Past continuous হলে   Indirect narration   Past Perfect continuous tense হবে ।

Step 3 :  Direct narration টি  Past Perfect হলে   Indirect narration   এ তা অপরিবর্তিত অবস্থায় থাকবে ।

Step 4 :  Direct narration টি  Past Perfect continuous   হলে   Indirect narration    তা অপরিবর্তিত  অবস্থায়  থাকবে । 

Future tense : :  Direct narration টি   যদি চার টি  Future Tense এর মধ্যে   কোনো একটি হয় তাহলে     Indirect narration  করার সময়   Future in the Past Form  বসাতে হবে ।  

উদাহরণঃ

Step 1 :    Direct narration টি   Future Indefinite tense হলে Indirect narration    Should / Would  বসাতে হবে ।

Step 2 :    Direct narration টি   Future continuous   হলে   Indirect narration    Should be/ Would be  বসাতে হবে ।

Step 3 :  Direct narration টি   Future Perfect  হলে   Indirect narration    Should have / Would  have  বসাতে হবে ।

Step 4 :  Direct narration টি   Future Perfect continuous  হলে   Indirect narration    Should have been / Would  have been  বসাতে হবে ।

 

নিচে ছকের মাধ্যমে Tense এর পরিবর্তন  গুলো দেখানো হলো :

1.        Direct narration

2.        Indirect narration   

1

Present Indefinite

Past Indefinite

2

Present Continuous

Past Continuous

3

Present Perfect

Past Perfect

4

Present Perfect  Continuous

Past Perfect  Continuous

5

Past Indefinite

Past Perfect 

6

Past Continuous

Past Perfect  Continuous

7

Past Perfect 

Past Perfect 

8

Past Perfect  Continuous

Past Perfect  Continuous

9

Future Indefinite

Should/ Would

10

Future Continuous

Should be/ Would be

11

Future Perfect

Should have/ Would  have

12

Future  Perfect  Continuous

Should have been / Would  have been 

 

Post a Comment

Previous Post Next Post