বাংলাদেশ রেওয়ের সকল পদের জন্য লিখিত পরিক্ষার সাজেশন ।
আমরা জানি
বাংলাদেশ রেলওয়েতে বিপুল সংখ্যক লোক নিয়োগ করার হচ্ছে এবং বাবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
করার হচ্ছে আমরা বিগত যত গুলো পরিক্ষা হয়েছে সকল পদের জুন্য সেগুলো রি সার্স করার মাধ্যমে
সাজেশন তৈরী করছি । যে খানে বাবার পরিক্ষায় আসা প্রশ্ন সমুহ তুলে ধরা হয়েছে ।
বাংলা অংশ
বাংলাদেশ
রেলওয়ে সকল পদের পরীক্ষার জন্য বাংলা অংশের জন্য যে প্রস্তুতি নেওয়া
দরকার তা বিস্তারিত
নিচে দেওয়া হল
১।সমার্থক
শব্দ
২।
বিপরীত শব্দ
৪।
বাগধারা প্রবচন
৫।
বাক্য সংকোচন বা এক কথায়
প্রকাশ
৬।
বাংলা ভাষার শব্দ ও বাক্যের অপপ্রয়োগ
ও শুদ্ধ প্রয়োগ
৭।
সারাংশ ও সারমর্ম লিখ
৮।
সন্ধি
৯।ব্যাসবাক্য
১০।
ধ্বনিতত্ত্ব
১১। ব্যাকরণ
তথ্য
১২।
শুদ্ধ বানান
১৩।
প্রকৃতি ও প্রত্যয়
১৪।
উপসর্গ
১৫।
সমাস
১৬।
অনুসর্গ বা কর্মপ্রবচনীয়
১৭।
কারক বিভক্তি
১৮
দ্বিরুক্ত শব্দ বা শব্দ দিত্ত
১৯।
সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ
২০।
অনুচ্ছেদ রচনা করো যে কোন বিষয়ের
উপর
সাধারণত যে বিষয়গুলো আলোচনা
করা হল এগুলোর মধ্যে
প্রশ্ন করা হয়ে থাকে এবং সকল পদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই
গুরুত্বপূর্ণ। আমাদের উচিত এই বিষয়গুলো ভালভাবে
প্রস্তুতি নেওয়া বিশেষ করে নৈবিত্তিক প্রশ্নের ক্ষেত্রে এগুলো অধিক কার্যকর।
ইংরেজি
অংশের জন্য নিচে কিছু সাজেশন দেওয়া হল
১।Article
২।
preposition
৩।
Incomplete sentence
৪।
Narration
৫।
Write form of verb
৬।
Transformation of sentence
৭। rearrange
৯।
Degree
১০।
passive voice to active voice active voice to passive voice
১১।
Changing sentence
১২।
substitution table
১৩।
Incomplete passage
১৪।
completing story
১৫।
Paragraph writing
১৬।
composition writing
১৭
Short letter writing
গনিত অংশ
নিচে কিছু
সুত্র দেওয়া হলো যা এম সি কিউ এর ক্ষেত্রে গুরুত্ব পুর্ন ভুমিকা পালন করবে
☞
(a+b)²= a²+2ab+b²
🔰☞ (a+b)²= (a-b)²+4ab
🔰☞ (a-b)²= a²-2ab+b²
🔰☞ (a-b)²= (a+b)²-4ab
🔰☞ a² + b²= (a+b)²-2ab.
🔰☞ a² + b²= (a-b)²+2ab.
🔰☞ a²-b²= (a +b)(a -b)
🔰☞ 2(a²+b²)= (a+b)²+(a-b)²
🔰☞ 4ab = (a+b)²-(a-b)²
🔰☞ ab = {(a+b)/2}²-{(a-b)/2}²
🔰☞ (a+b+c)² = a²+b²+c²+2(ab+bc+ca)
🔰☞ (a+b)³ = a³+3a²b+3ab²+b³
🔰☞ (a+b)³ = a³+b³+3ab(a+b)
🔰☞ a-b)³= a³-3a²b+3ab²-b³
🔰☞ (a-b)³= a³-b³-3ab(a-b)
🔰☞ a³+b³= (a+b) (a²-ab+b²)
🔰☞ a³+b³= (a+b)³-3ab(a+b)
🔰☞ a³-b³ = (a-b) (a²+ab+b²)
🔰☞ a³-b³ = (a-b)³+3ab(a-b)
🔰☞ (a2 + b2 + c2) = (a + b + c) 2 – 2(ab + bc + ca)
🔰☞ 2 (ab + bc + ca) = (a + b + c) 2 – (a2 + b2 + c2)
🔰☞ (a + b + c) 3 = a3 + b3 + c3 + 3 (a + b) (b + c) (c
+ a)
🔰☞ a3 + b3 + c3 – 3abc = (a+b+c)(a2 + b2+ c2–ab–bc–
ca)
🔰☞ a3 + b3 + c3 – 3abc = (a+b+c) { (a–b) 2+(b–c)
2+(c–a) 2}
🔰☞ (x + a) (x + b) = x2 + (a + b) x + ab
🔰☞ (x + a) (x – b) = x2 + (a – b) x – ab
🔰☞ (x – a) (x + b) = x2 + (b – a) x – ab
🔰☞ (x – a) (x – b) = x2 – (a + b) x + ab
🔰☞ (x+p) (x+q) (x+r) = x3 + (p+q+r) x2 + (pq+qr+rp) x
+pqr
পাটি গনিত অংশ
প্রশ্নঃ
14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই
করা যাবে?
উত্তরঃ
286
প্রশ্নঃ
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংকটি একক স্থানীয় অংক থেকে ৫ বড়। সংখ্যাটি
থেকে অংকদ্বয়ের সমষ্টির ৫ গুণ বিয়োগ
করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?
উত্তরঃ
৭২
প্রশ্নঃ
০.৪ × ০.০২ × ০.০৮ =?
উত্তরঃ
০.০০০৬৪
প্রশ্নঃ
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অংক এককের অংক অপেক্ষা ২ বেশি। সংখ্যাটি
এর অংকদ্বয়ের সমষ্টির ৬ গুণ অপেক্ষা
৫ বেশি। সংখ্যাটি কত?
প্রশ্নঃ
দুইটি সংখ্যার সমষ্টি ৭৫। বৃহত্তর সংখ্যাটির এক-তৃতীয়াংশ ৩০
অপেক্ষা যত কম ক্ষুদ্রতর
সংখ্যাটির চার গুণ ৫০ অপেক্ষা তত
বেশি। সংখ্যা দুইটি নির্নয় করুন।/The sum of two
numbers is 75. One-thord of the largest number is as much less than 30 as four
times the smaller number is greater than 50. Find them.
উত্তরঃ
60,15
প্রশ্নঃ
পাঁচ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার
যোগফল কত?/Find the sum of the
greatest and least numbers consisting of five digits?
উত্তরঃ
১০৯৯৯
প্রশ্নঃ
১০ থেকে ৬০ পর্যন্ত যে
সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি
কত?
উত্তরঃ
১০৭
প্রশ্নঃ
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংক একক স্থানীয় অংকের দ্বিগুণ। সংখ্যাটির অংকদ্বয়ের সমষ্টির কতগুণ?
উত্তরঃ
৭ গুণ
প্রশ্নঃ
১ হতে ৩১ পর্যন্ত কয়টি
মৌলিক সংখ্যা আছে?
উত্তরঃ
১১টি
প্রশ্নঃ
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
উত্তরঃ
১
প্রশ্নঃ
কোন সংখ্যার সঙ্গে ৭ যোগ করে,
যোগফলকে ৫ দিয়ে গুণ
করে, গুণফলকে ৯ দিয়ে ভাগ
করে, ভাগফল থেকে ৩ বিয়োগ করাতে
বিয়োগফল ১২ হয়। সংখ্যাটি
কত?
উত্তরঃ
২০
প্রশ্নঃ
দুটি সংখ্যার যোগফল ১৫ এবং বিয়োগ
ফল ১৩। ছোট সংখ্যাটি কত?
উত্তরঃ
১
প্রশ্নঃ
The sum of five consecutive integers is 105. The sum of the first two is–/পর পর পাঁচটি
সংখ্যার যোগফল ১০৫। প্রথম দুইটি সংখ্যার যোগফল কত?
উত্তরঃ
39
প্রশ্নঃ
৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী
বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক
সংখ্যার ব্যবধান কত?
উত্তরঃ
৪৮
প্রশ্নঃ
কোন সংখ্যার এক চতুর্থাংশ থেকে
৪ বিয়োগ করলে বিয়োগফল হয় ২০। সংখ্যাটি কত?
উত্তরঃ
৯৬
প্রশ্নঃ
√১৫.৬০২৫ = ?
উত্তরঃ
৩.৯৫
প্রশ্নঃ
যদি, ৫ + ৩ =২৮ ৯
+ ১ = ৮১০ ২ + ১ = ১৩ হয় তবে,
৫ + ৪ = ?
উত্তরঃ
১৯
প্রশ্নঃ
A number consist of two digits whose sum is 10. If 18 subtracted from the
number, digits are reversed. The number is-/দুই
অঙ্ক বিশিষ্ঠ সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১০। সংখ্যাটি থেকে ১৮ বিয়োগ করলে
অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?
উত্তরঃ
64
প্রশ্নঃ
২০ এর চেয়ে বড়
এবং ২০০ এর চেয়ে ছোট
কতগুলি মৌলিক সংখ্যা আছে?
উত্তরঃ
৩৮
প্রশ্নঃ
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক
সংখ্যার অন্তর কত?
উত্তরঃ
৫৬
প্রশ্নঃ
নিচের কোন সংখ্যাটি মৌলিক?/Which of the
following is a prime number?
উত্তরঃ
৫৩
প্রশ্নঃ
কোন একটি সংখ্যার ১৩ গুণ থেকে
৪ গুণ বাদ দিলে ১৭১ হয়, সংখ্যাটি কত?
উত্তরঃ
১৯
প্রশ্নঃ
When number 6 is added to 1/3 of a number, the result is 28. What is the
number?/কোন সংখ্যার ১/৩ এর
সাথে ৬ যোগ করলে
যোগফল ২৮ হয়। সংখ্যাটি
কত?
উত্তরঃ
66
প্রশ্নঃ
একটি শতক,দশক ও একক স্থানীয়
অংক যথাক্রমে p,q,r হলে সংখ্যাটি হবে?/The hundreds, tens
and units digits of a number are respectively p,q,r. Find the numer.
উত্তরঃ
100p+10q+r
প্রশ্নঃ
কোন সংখ্যা হ্রাস পেলে ৩/৮ হবে?
উত্তরঃ
১৫/৪০
প্রশ্নঃ
৩২ এবং ৬৪ এর ভাজক
সংখ্যার পার্থক্য কত?
উত্তরঃ
১
প্রশ্নঃ
পর পর দশটির সংখ্যার
প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?
উত্তরঃ
৫৮৫
সাধারন জ্ঞান
অংশ
মুলত সাধারন
জ্ঞান এর ক্ষেত্রে যে বিষয় টি আমাদের প্রস্তুতি নেওয়া দরকার সেটি হলো
১। সাম্প্রতিক
বিষয়াবলি
২। বিভিন্ন
দেশের রাজধানী
৩। বিভিন্ন
বিখ্যাত ব্যাক্তির কর্ম কান্ড
৪। কারেন্ট
এ্যাফেয়ার্স
নিচে কিছু প্রশন ও উত্তর দেওয়া হলো
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নিইয়োগ বিজ্ঞপ্তি ২০২২
Post a Comment