বাংলাদেশ রেলওয়ে খালাসী পদে নিয়োগ 

পরীক্ষার প্রশ্ন ও সাজেশন 

বাংলা ভাষার উৎপত্তি 


এম সি কিউ এর জন্য 


অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে

বলে মনে করা হয় ।

প্রায় ৫০০০ বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে

বাংলাদেশে প্রবেশ করে অস্ট্রিক

জাতি। অস্ট্রিক জাতি এদেশের আসে এবং সভ্যতার উন্নত

বলে তারা অস্ট্রিক জাতি

কে গ্রাস করে ।অস্ট্রিক গোষ্ঠীর প্রবাহ প্রচলিত ছিল তার সাথে

আর্য জাতি এসে সংযুক্ত

হয়ে গড়ে তুলেছে বাঙালি জাতি ।আর্যদের আদি নিবাস ছিল

ইউরাল ।এর দক্ষিণের

বর্তমান মধ্য এশিয়া ইরানের অষ্টম শতাব্দীতে আরবরা

ইসলামধর্ম প্রচার ও ব্যবসা

বাণিজ্যের মাধ্যমে বাঙালি জাতির সাথে সংমিশ্রিত হয় ।

তাদেরঅনুকরণে এ দেশে

আসে এমনিভাবে অন্তত দেড় হাজার বছরের অনুশীলন গ্রহণ

বর্জন এবং রুপন্তী করণের

মাধ্যমে বাঙালি জাতি গড়ে ওঠে। বাঙালি জাতির পরিচয়

সংকর জাতি হিসেবে.।বঙ্গ নামের

প্রথম উল্লেখ পাওয়া যায় হিন্দুদের ঐতরেয় আরণ্যক গ্রন্থ

থেকে .৬ টি জনপদকে একত্রিত

করে বাংলাসহ নামকরণ করেন সুলতান ইলিয়াস শাহ ।

বাংলার জনপদগুলোর জনগোষ্ঠীর

ভাষা ছিল ।সর্বপ্রথম বাংলা শব্দের ব্যবহার হয় আব্দুল

ফজলে আইন-ই-আকবরী গ্রন্থে।প্রাচীন

বাংলার জনপদ বাংলার স্বাধীন রাজ্যের গোড়াপত্তন হয় মৌর্য

যুগে।প্রাচীন বাংলার প্রথম রাজা

শশাঙ্ক বাংলায় সর্বপ্রথম নৌবাহিনী গড়ে তোলেন।

গিয়াসউদ্দিন আজম শাহ বাংলার ইতিহাসে

প্রাচীন যুগের শেষ রাজা লক্ষণ সেন। টিপু সুলতানের

পিতার নাম হায়দার আলী খান ।



বাংলায় মুঘল শাসন


 হাজার ১৫৩৮ সালে স্বাধীন সুলতানি যুগের অবসান

হলে একে একে বিদেশি শক্তিসমূহ গ্রাস

  করতে থাকে ।বাংলাদেশ মুঘল সম্রাট হুমায়ুন অল্পকিছু

কাল বাংলার রাজধানীর উপর অধিকার

প্রতিষ্ঠা করেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আফগান নেতা

শেরশাহ কাছে পরাজিত অর্থাৎ

পরাজয় মানতে হয়। 

বাংলা ও বিহার সরাসরি চলে যায় আফগানদের হাতে ।

১৫৭৬ সালে রাজমহলের  মধ্যে

এক তুমুল যুদ্ধ শুরু হয়  । এতে আফগান শাসক দাউদ

এর পরাজয় ঘটে । মুঘল শাসক

আকবর বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন  ।  কিন্তু

সে সময় বাংলা বারো ভূঁইয়া নামে

পরিচিত বড় বড় জমিদারগণ মুঘল শাসন মেনে নেননি।

  পরবর্তীতে জাহাঙ্গীরের সময়

বারো ভূঁইয়াদের চূড়ান্তভাবে দমন করা হয় । এই দুই

পর্বে পূর্ব বাংলায় মুঘল শাসন

অপহৃত হয় । সমগ্র বাংলায় সুবেদারি প্রতিষ্ঠিত হয় ।

বাংলার অন্যত সুবা সম্রাট আওরঙ্গজেবের

পর মুঘল শাসন শক্তিহীন হয়ে পড়ে। এ সুযোগে

বাংলার সুবেদার গণ প্রায় স্বাধীনভাবে বাংলা

শাসন করতে থাকেন ।মোঘল আমলের দুর্যোগ নবাবী

আমল নামে পরিচিত । নবাবদের

শাসনকালে পরিধি ছিল ১৭৫৭সাল পর্যন্ত ।


বারো ভূঁইয়াদের ইতিহাস


সম্রাট আকবর পূর্ববাংলার উপর অধিকার প্রতিষ্ঠা

করতে পারেননি । বাংলা বড় বড়

জমিদাররা মোগলদের অধীনতা মেনে নেননি ।

জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে

স্বাধীন ছিলেন স্বাধীনতা রক্ষার জন্য এরা একজোট

হয়ে মোঘল সেনাপতি বিরুদ্ধে ঝাঁপিয়ে

পড়তেন । বাংলার ইতিহাসে জমিদারগণ বারো ভূঁইয়া

নামে পরিচিত। বার বলতে  বার 

জনসংখ্যা বুঝায় না অনেক প্রভাবশালী জমিদার

বোঝাতেই শব্দটি ব্যবহার করা হয়েছে।




১।পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশ বাংলা।

২।দেশের বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবন কক্সবাজার

জেলায় অবস্থিত .৩

৩।বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ।

৪।সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল

জিঞ্জিরা ।

৫।বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী ।

৬।বাতিঘর আছে কুতুবদিয়া দ্বীপ

৭। মনপুরা দ্বীপ অবস্থিত ভোলা জেলায় 

৮।বাংলাদেশের একমাত্র দ্বীপ ভোলা জেলায় 

৯।নির্মল চর অবস্থিত রাজশাহী জেলায় 

১০।বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মংলা 

১১।বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম 

১২।বাংলাদেশের প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ 

১৩।বাংলাদেশের প্রধান স্থল বন্দর বেনাপোল যশোর 

১৪।বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিংডং বিজয়

১৫। বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত মাধবকুণ্ড ও

অবস্থিত মৌলভীবাজারে 

১৬।বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলনবিল নাটোর জেলা

১৭। বাংলাদেশের সর্ববৃহৎ হাকালুকি মৌলভীবাজার 

১৮।শীতল পানির ঝর্ণা রয়েছে কক্সবাজার সীতাকুণ্ডে 

১৯।চট্টগ্রাম টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত সুন্দরবনের

দক্ষিনে ভোলা জেলায় অবস্থিত 

বাংলাদেশে খালাসি পদের প্রশ্ন

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান pdf

রেলওয়ে খালাসি নিয়োগ পরীক্ষার সময়সূচী

রেলওয়ে নিয়োগ পরীক্ষার সময়সূচী

রেলওয়ে নিয়োগ প্রশ্ন সমাধান

রেলওয়ে নিয়োগ পরীক্ষা কোথায় হয়

রেলওয়ে নিয়োগ পরীক্ষা ২০২২

রেলওয়ে নিয়োগ পরীক্ষার বই

বাগধারা 


১।.অক্কা পাওয়া - মারা যাওয়া - গণপিটুনিতে ডাকাত দলের

সর্দার রক্ষা পেয়েছে

২।.অন্ধের যষ্টি - অপরিহার্য অবলম্বন - বৃদ্ধার একমাত্র

অন্ধের যষ্টি ছেলেটি ও  মারা গেল 

৩।অকালকুষ্মাণ্ড- অপদার্থ - রাজু একটা অকালকুষ্মাণ্ড

ছেলে তাকে দিয়ে কোনো ভালো

কাজ আশা করা যায় না

৪। অক্ষরে অক্ষরে- সম্পূর্ণভাবে- মহাপুরুষের ভবিষ্যৎবাণী

অক্ষরে অক্ষরে ফলেছে 

৫।অকালবোধন - অসময়ের আবির্ভাব- শীতের সময়

আমের ফলন এ তো অকালবোধন

৬।অক্ষয় বট-  প্রাচীন ব্যক্তি - আমাদের গ্রামে আজাদ

চাচা অক্ষয় বট হয়ে বেঁচে আছে।

৭।অকূল পাথার- মহাবিপদ- ভিক্ষুকটি লটারিতে এক লক্ষ

টাকা পেয়ে অকুলের কুল পেল

৮। অগস্ত যাত্রা- চিরপ্রস্থান- আমাদের বাড়ির চাকর করিম

চাচার টাকা-পয়সা চুরি করে অগত্যা

যাত্রা করেছে

৯। অতি দর্পে হত লঙ্কা- অহংকারের পতন- টাকা পয়সা

বড়াই

করা ভালো নয় অতি দর্পে হত লঙ্কা 

১০।অতি চালাকের গলায় দড়ি- বেশি চাতুর্যের পরিনাম- খালি

খুব চালাক লোক এবার পড়েছে

বিপদে একেই বলে চালাকের গলায়


১। আক্কেল সেলামি- বোকামির শাস্তি- নানুর টিকিট না কেটে

ট্রেনে উঠে ১০ টাকা আক্কেল

সেলামি দিয়েছে 

২।আকাশ কুসুম - অসম্ভব কল্পনা- হাতে নেই এক পয়সা

অথচ দশতলা দালান বানাবে

এ আকাশ কুসুম কল্পনা 

৩। আকাশের চাঁদ - বহু আকাঙ্ক্ষিত বস্তু- ১০বছর পরে

হারানো ছেলেকে খুঁজে পেয়ে মা

যেন আকাশে চাঁদ দেখতে পেয়েছে 

৪।আগুন লাগা সংসার- ক্ষয়িষ্ণু সংসার- আগুন লাগা সংসারে

কোন সুখ নেই

৫। আমড়া কাঠের ঢেকি- অপদার্থ- তপন কে দিয়ে কাজ

হবে না কারণ সে একটা আমড়া

কাঠের ঢেকি

৬। আদার ব্যাপারী- তুচ্ছ ব্যক্তি- মামুন একজন আদার

বেপারি হয়ে বড় কিছু করতেছে 

৭।আলালের ঘরের দুলাল- খুব আদরের ছেলে- শাওন

তার বংশের আলালের ঘরের দুলাল

৮।আষাঢ়ে গল্প- আজগুবি গল্প- সাজু আষাঢ়ে গল্প বলার

ওস্তাদ

৯। আঠারো মাসে বছর- অলস স্বভাব- আঠারো মাসে বছর

যার কোন কাজেই শেষ হয় না তার

১০আদাজল খেয়ে লাগা- উঠে-পড়ে চেষ্টা করা- সুমন কাজটি

করার জন্য আদাজল খেয়ে

লেগে পড়েছে। 


১।ইচড়ে পাকা - অকালপক্ক- আজকাল ছোট ছোট ছেলেমেয়েরা

২।নিজেকে ইচড়ে পাকা মনে করতেছে।

৩।ইতর বিশেষ- খারাপ- ছেলেটি এতই দুর্বল হয়েছে যে কারো

কথা শুনেনা

৪।ইঁদুর কপালে- মন্দভাগ্য- সাহেবের  এতই ইঁদুর কপালে  লোক

যেকোনো কাজেই সফল হয় না।

৫।ঈদের চাঁদ- অতি আকাঙ্ক্ষিত বস্তু- দীর্ঘ দশ বছর পর লোকটি

যেন ঈদের চাঁদ হাতে পেয়েছে 










গনিত 

১।১৫ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে ওই 

কাজ ২০ জন লোক কত দিনে করতে পারবে ?

২। ১০০০ টাকার ৮ % কত ?

৩।ক্রয় মূল্য ৭৫ টাকা হলে   বিক্রয় মুল্য ১০০ টাকা । এবং 

১০% ক্ষতিতে বিক্রয় মুল্য কত হবে 

৪.৩০ জন লোকের মধ্যে ২০% অনুপস্থিত থাকলে মোট 

কত জন অনুপস্থিত ?

৫।একটি বাশের কাদায় ও পানিতে আছে মোট ৪৭ দশমিক

২৫ অংশ  । বাশটি পানির অংশ নির্নয় করো ?

৬.৭ প্যাকেট দুধের পেত্যেকটি তে শুন্য দশমিক আট লিটার

দুধ আছে ।এরুপ ৭ টি প্যাকেটে মোট কত লিটার আছে?

৭।একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল ৭২৯ বর্গমিটার হলে 

প্রস্থ ২২দশমিক ৫ মিটার । দৈর্ঘ নির্নয় করো ?

৮।একটি ত্রিভুজাকার জমির ভুমির পরিমান ২৬০ মিটার 

উচ্চতা ১২ মিটার ক্ষেত্রফল নির্নয় করো ?

৯।মামুন ব্যাংক থেকে  ১২% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে

১৬৮০ টাকা মুনাফা দিল। আসল নির্নয় করো ?

১০। একটি খাতার ওজন ১২৪ গ্রাম হলে ,৮০ টি খাতার ওজন 

কত কেজি হবে ? 

নিচে প্রস্তুতির জন্য কিছু সাজেশন দেওয়া হলো যা 

অনুশীলন যোগ্য 

* মান নির্নয় বীজ গনিত 

* অনুপাত 

* দশমিক ভগাংশ

* শতকরা লাভ ক্ষতি 

*  পরিমাপ 

* জ্যামিতি বেসিক 



ইংরেজী 

 ১। PARAGRAPH WRITING

২। Translate into Bangla

৩। Translate into English 

৪। Artical

৫। preposition

৬। voice

৭। Degree

৯। punctuation and capitalization

১০। Fill in the gaps 


We have just highlighted the structure of the question.

 Such questions are for written examination.

 We are quickly preparing a full preparation suggestion.

 Thank you for visiting our page


বাংলাদেশ রেলওয়ে বুকিং

 সহকারী রিটেন পরীক্ষার প্রস্তুতিমূলক কিছু

 প্রশ্ন পেতে এখানে ক্লিক করুন

 




Post a Comment

Previous Post Next Post