Bangladesh Police SI (Sub Inspector) Exam Suggestion (এস আই )
বাংলাদেশ পুলিশ এসআই নিয়োগ বিজ্ঞপ্তি কাঠামো এবং
শারীরিক পরীক্ষা থেকে শুরু করে লিখিত এবং ভাইবা
পর্যন্ত অনেকগুলো ধাপ অনুসরণ করতে হয় ।তা আমরা
সবাই জানি । বিশেষ করে গুরুত্বপূর্ণ হলো শারীরিক
সক্ষমতা যাচাই অর্থাৎ বয়স ওজন উচ্চতা ও দৃষ্টি দৃষ্টি
বলতে এখানে বুঝানো হয়েছে চোখের মাপ।
ঠিক যেমনভাবে শারীরিক পরীক্ষা গুরুত্বপূর্ণ তেমন
ভাবে গুরুত্বপূর্ণ হল লিখিত পরীক্ষায় যথাযথভাবে উত্তীর্ণ
হওয়া অর্থাৎ আমরা যা রিটেন পরীক্ষা বলতে বুঝি ।
সাধারণত সাব-ইন্সপেক্টর পদের পরীক্ষা গুলো
এমনভাবে হয়ে থাকে এখানে কিছু প্রশ্ন থাকে যার সবাই
পারবে । অর্থাৎ সবার জন্য । আবার কিছু কিছু প্রশ্ন
থাকে যা একটু ক্রিটিক্যাল বুদ্ধি খাটিয়ে লিখতে হয়
সর্বসাকুল্যে বলা যায় যে এই ধরনের পরীক্ষা গুলো একটু
ভালোভাবে প্রস্তুতি নিলে ।লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া
সম্ভব । আমরা এখানে বিগত 10 বছরের সাব-ইন্সপেক্টর
পদের প্রশ্নগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করার পর কিছু
সাজেশন তৈরি করেছে । যা কমন উপযোগী । আমাদের
সাজেশন ও ইনস্ট্রাকশন ফলো করে যদি লিখিত পরীক্ষার
জন্য প্রস্তুতি নেন অবশ্যই ভালো ফলাফল করার সম্ভব ।
আমার এই ব্লগ টি যারা যারা পড়েছেন তারা অবশ্যই এই
পদে পরীক্ষার্থী প্রস্তুতির জন্য সাজেশন খুঁজতেছেন
তাদের জন্য বিশেষভাবে তৈরি এ, সাজেশন
বিশেষ ভূমিকা পালন করবে ।
এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের
জন্য এই সাজেশন কি প্রযোজ্য
একুশের প্রথম গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে
ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি
রচয়িতা আব্দুল গফফার চৌধুরী
বর্তমান সুরকার আলতাফ মাহমুদ
প্রথম শুরু করেন আব্দুল লতিফ
একুশের প্রথম নাটক কবর কবর
নাটকটি রচনা করেন মুনীর চৌধুরী
নাটকটি রচনা করা হয় ১৯৫৩ সালে
মুনীর চৌধুরী নাটকটি রচনা করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে
থাকাকালে
কবর নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে
একুশের প্রথম উপন্যাস
একুশের প্রথম উপন্যাস হলো আরেক ফাল্গুন
রচনা করেন জহির রায়হান
বইয়াজারে মুদ্রিত হয়১৯৬৯সালে
একুশের প্রথম চলচ্চিত্র
একুশের প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া
পরিচালক ছিলেন জহির রায়হান
চলচ্চিত্রটি মুক্তি পায় হাজার ১৯৭০ সালে
আমার সোনার বাংলা গানটি প্রথম
যে চলচ্চিত্রে ব্যবহার করা হয়
সে চলচ্চিত্র টির নাম হচ্ছে জীবন থেকে নেয়া
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি
২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা
করেন ইউনেস্কো
ইউনেস্কো ঘোষণা করেন 999 সালের 17 নভেম্বর
২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত
হচ্ছে ২০০০সাল থেকে
হাজার ১৯৫২সালে একুশে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত সেগুনবাগিচায়
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতিসংঘের মহাসচিব কফি অন্যের
উপস্থিতিতে শেখ হাসিনা ২০০১সালে
উদ্বোধন করা হয়২০১০ সালের ২১ফেব্রুয়ারি
উদ্দেশ্য পৃথিবীর সব ভাষা গবেষণা ও সংরক্ষণ
যুক্তফ্রন্টের নির্বাচন ১৯৫৪
১৯৫৩ সালের ৪ ডিসেম্বর আওয়ামী লীগ কৃষক শ্রমিক পার্টি
নেজামে ইসলাম বামপন্থী দল এ চারটি বিরোধী রাজনৈতিক
দলের সমন্বয়ে গঠিত যুক্তফ্রন্ট যুক্তফ্রন্টের । নির্বাচনী প্রচারণা
২১ দফা কর্মসূচি ভিত্তিতে পরিচালিত হয় ১৯৫৪ সালের
যুক্তফ্রন্ট
নির্বাচন অনুষ্ঠিত হয় ।
সামরিক শাসন ১৯৫৮
পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি হয় হাজার ১৯৫৮
সালে
পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার
মির্জা
আইয়ুব খানকে প্রধান সামরিক শাসন কর্তা নিয়োগ করেন
ইস্কান্দার
মির্জা
আইয়ুব খানের সামরিক শাসন প্রত্যাহার করেন ১৯৬০সালে
আইয়ুব খান কর্তৃক মৌলিক গণতন্ত্র চালু হয় ১৯৬০ সালে
১।শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
সালে।
২। শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেন তোফায়েল আহমেদ
৩।শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল রেসকোর্স
ময়দানে
৪।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নিহত হয়২০
জানুয়ারি ১৯৬৯সালে
৫।শহীদ আসাদ দিবস পালিত হয় ২০জনুয়ারি
৬।নবকুমার ইনস্টিটিউটের ছাত্র নিহত হয় 24 জানুয়ারি
৭।১৯৬৯ সালের গণঅভ্যুত্থান দিবস ২৪ফেব্রুয়ারি
৮।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা হত্যা করা
হয় ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯
৯।গণঅভ্যুত্থান থাকাকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন
মোনেম খান
১০।সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা কর্মসূচি গ্রহণ করে
হাজার ১৯৬৯ সালের।
১১। জানুয়ারি মাসে ১১ দফার অন্তর্ভুক্ত ছিল ছয় দফা
১২।পূর্ব পাকিস্তানকে বাংলাদেশের নামকরণ করা হয়৫ডিসেম্বর
১৯৬৯সালে
১৩।বাংলাদেশ নামকরন করেন শেখ মুজিবুর রহমান
১৪।শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষনা করা হয় ৩
মার্চ হাজার ১৯৭১সালে
১৫শেখ মুজিবকে জাতির জনক ঘোষনা করেন আ স ম আব্দুর
রব
১৬।শেখ মুজিবকে জাতির জনক ঘোষনা করা হয় পল্টন
ময়দানে
১৭।বাংলাদেশের আন্তর্জাতিক মানের নদী একটি পর্দা
১৮ ।পশ্চিমাঞ্চলের লাইফ লাইন বলা হয় কোন নদীকে
১৯। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাফ
২০।বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র নদী
হালদা
২১।বাংলাদেশের প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ
২২।বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী হালদা
২৩।কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে
২৪।বাংলাদেশের প্রধান অর্থাৎ একমাত্র বিদ্যুৎ উৎপাদনে সক্ষম
নদী কর্ণফুলী নদী
২৫।যে নদীটি নামকরণ করা হয়েছে একজন ব্যক্তির নামে রুপসা
২৬।চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী আত্রাই
২৭।ব্রহ্মপুত্র নদীর ভারতীয় অংশের নাম ডিহি
২৮।পৃথিবীর সর্ববৃহৎ ব-দ্বীপ বাংলাদেশ
২৯।বাংলাদেশের সর্ববৃহৎ ব-দ্বীপ সুন্দরবন.
৩০।কক্সবাজার জেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল
দ্বীপ সেন্টমার্টিন
৩১।সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা।
৩২।মনপুরা দ্বীপ অবস্থিত ভোলা জেলায়
৩৩।সোনালী আঁশ বলা হয় পাঠ কি
৩৪।বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট
৩৫। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় ১৯৫১
সালে
৩৬।বাংলাদেশের পাট গবেষণা বোর্ড অবস্থিত মানিকগঞ্জে
৩৭।আদমজী পাটকল বন্ধ হয়ে যায় 30 জুন 2002 সালে
৩৮।পাট উৎপাদনে বিশ্বের প্রথম দেশ ভারত
৩৯।বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়
গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে
৪০।বাংলাদেশ ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের নয়াদিল্লি
হায়দ্রাবাদ হাউজের মুঘল ডাইনিং হলে
৪১।পানি চুক্তি সম্পাদিত হয় তিনটি ভাষায়
৪২।বৃষ্টির পানিতে যে ভিটামিন থাকে সেটি হল ভিটামিন বি
৪৩।বাংলাদেশের প্রথম আর্সেনিক ধরা পড়ে ১৯৯৩সালের
৪৪।বাংলাদেশের প্রথম আর্সেনিক ধরা পড়েছে জেলায়
চাঁপাইনবাবগঞ্জ জেলায়
৪৫।বাংলাদেশের সর্বাধিক আর্সেনিক আক্রান্ত জেলার চাঁদপুর
৪৬।আর্সেনিক মুক্ত জেলা তিনটি
৪৭।বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস
৪৮। বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় .১৯৫৫সালে
৪৯। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন হয় ১৯৫৭সালে
৫০। ঢাকা শহরে গ্যাস সরবরাহ করা হয়
তিতাস গ্যাস ক্ষেত্র থেকে
গণিত অংশের প্রস্তুতির জন্য যে বিষয়গুলো প্রস্তুতি নেওয়া দরকার
সেগুলো নিচে আলোচনা করা হলো
এগুলো শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে প্রশ্ন হয়ে থাকে
1. সরল মুনাফা
2. চক্রবৃদ্ধি মুনাফা
3. অনুপাত
4. বীজগণিতীয় মান নির্ণয়
4. দশমিক ভগ্নাংশ ও সাধারণ ভগ্নাংশ
5. ত্রিকোণমিতি
6. পরিসংখ্যান
7 .সেট
8. জ্যামিতি
9. পাটিগণিত দশমিক সংক্রানত ছোট ছোট অংক
নিচে উদাহরণস্বরূপ কিছু অনুশীলনমূলক প্রশ্ন দেওয়া হল
১।১৫ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে ওই
কাজ ২০ জন লোক কত দিনে করতে পারবে ?
২। ১০০০ টাকার ৮ % কত ?
৩।ক্রয় মূল্য ৭৫ টাকা হলে বিক্রয় মুল্য ১০০ টাকা । এবং
১০% ক্ষতিতে বিক্রয় মুল্য কত হবে
৪.৩০ জন লোকের মধ্যে ২০% অনুপস্থিত থাকলে মোট
কত জন অনুপস্থিত ?
৫।একটি বাশের কাদায় ও পানিতে আছে মোট ৪৭ দশমিক
২৫ অংশ । বাশটি পানির অংশ নির্নয় করো ?
৬.৭ প্যাকেট দুধের পেত্যেকটি তে শুন্য দশমিক আট লিটার
দুধ আছে ।এরুপ ৭ টি প্যাকেটে মোট কত লিটার আছে?
৭।একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল ৭২৯ বর্গমিটার হলে
প্রস্থ ২২দশমিক ৫ মিটার । দৈর্ঘ নির্নয় করো ?
৮।একটি ত্রিভুজাকার জমির ভুমির পরিমান ২৬০ মিটার
উচ্চতা ১২ মিটার ক্ষেত্রফল নির্নয় করো ?
৯।মামুন ব্যাংক থেকে ১২% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে
১৬৮০ টাকা মুনাফা দিল। আসল নির্নয় করো ?
১০। একটি খাতার ওজন ১২৪ গ্রাম হলে ,৮০ টি খাতার ওজন
কত কেজি হবে ?
১১.।450 টাকা বার্ষিক বার্ষিক 6 পার্সেন্ট সুদে বছরে সুদে-আসলে
558 টাকা
হবে কত বছরে
১২।. একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো .
যদি বিক্রয়
মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে 8 পার্সেন্ট লাভ হতো
মোটরসাইকেল
ক্রয় মূল্য কত ?
১৩ ।. পনির ও তপনের ইনকামের অনুপাত 4 অনুপাত 3 ।
তপন ও রবিনের এর
ইনকামের অনুপাত 5 অনুপাত 4 । পনিরের আয় 120 টাকা
হলে রবিনের আয় কত ?
১। PARAGRAPH WRITING
২। Translate into Bangla
৩। Translate into English
৪। Article
৫। preposition
৬। voice
৭। Degree
৯। punctuation and capitalization
১০। Fill in the gaps
আপনাদের এই সাজেশনটি সম্পর্কে মতামত প্রকাশ করলে
খুবই খুশি হব আবার আপনাদের যদি ব্যক্তিগতভাবে
কোন প্রশ্ন এবং কোন কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই
আমাদেরকে নক করবেন কমেন্ট বক্স এর মাধ্যমে অথবা
সরাসরি কন্টাক সাপোর্ট পেজের মাধ্যমে ।
আরো বিভিন্ন ধরনের সাজেশন পেতে এখানে ক্লিক করুন
আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ
Post a Comment