বিট কয়েন কি ? বিটকয়েন কিভাবে কাজ করে এ বিষয়ে অনেকেই জানতে আগ্রহী, যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটু ঘাটাঘাটি করেছেন তারা হয়তো জানেন বিটকয়েন সম্পর্কে। তবে যারা বিটকয়েন সম্পর্কে একেবারে কিছুই জানেন না তাদের জন্য বিট কয়েন সম্পর্কে একটু বলে নিচ্ছি
বিটকয়েন ডিসেন্ত্রালাইজড একটি টোকেন ভিত্তিক ইলেকট্রিক কারেন্সি সিস্টেম অর্থাৎ এমন একটি লেনদেনের মাধ্যম যেখানে কেন্দ্রীয় কোনো ব্যাংক, ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান নিয়ন্ত্রক হিসেবে থাকবে না বিটকয়েনের লেনদেনকে পেয়ার টু পেয়ার (P2P) লেনদেন বলা হয় অর্থাৎ দাতা এবং গ্রহীতা sender-receiver ব্যতীত মধ্যবর্তী কোন মাধ্যম ছাড়াই বিটকয়েন লেন্দেন হয়ে থেকে।
বিটকয়েন কে আবিষ্কার করেন তার নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নেই তবে ধারণা করা হয় সাতোশি নাকামোতো বিটকয়েনের প্রবর্তক। বিটকয়েন এর সর্বনিম্ন একক সাতোশি তারই নাম অনুসারে হয়েছে। সর্বপ্রথম বিটকয়েন লেনদেনের পরিমাণ ছিল 10 বিটকয়েন সাতোশি নাকামোতো হাল ফেনী নামক ব্যাক্তির কাছে পাঠিয়ে ছিল।সর্বপ্রথম বিটকয়েন লেনদেন ঘটেছিলো সাতোশি নাকামোতো এবং হাল ফিনি নামক এক ব্যক্তির সাথে
বিটকয়েন লেনদেন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি bitcoin account বিটকয়েন একাউন্ট বা বিটকয়েন রাখা যায় এমন একটি ওয়ালেট একাউন্ট। আপনি চাইলে কয়েনবেস একাউন্ট ব্যবহার করতে পারেন অথবা অন্য যেকোনো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন এখন খোলার পরে আপনার BTC সংগ্রহ করার জন্য প্রত্যেকেরই একটি অদ্বিতীয় বা ইউনিক বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস থাকে। এই অ্যাড্রেসের মাধ্যমেই গ্রাহকগণ দাতাগণ এর কাছ থেকে তার নিজের বিটকয়েন ওয়ালেট BTC গ্রহণ করতে পারে।
বিটকয়েন থেকে বিকাশ bitcoin to bkash transfer বা আপনার বিকাশ একাউন্ট থেকে বিটকয়েনের কিভাবে ডলার ট্রান্সফার করা যায় এ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন। বিটকয়েন একাউন্ট থেকে নিজের বিকাশ নাম্বারে bitcoin to bkash transfer টাকা আনতে হলে আপনাকে তৃতীয় কোনো পক্ষ ব্যবহার করতে হবে। এর মানে হচ্ছে আপনি চাইলেই bitcoin to bkash সরাসরি বিটকয়েন থেকে বিকাশে টাকা আনতে পারবেন না।
কেননা বিটকয়েন এবং বিকাশ দুটি আলাদা আলাদা প্ল্যাটফর্ম এবং তাদের লেনদেনের প্রক্রিয়াটিও ভিন্ন, বিটকয়েন হচ্ছে ডিসেন্ত্রালাইজড ডিজিটাল কারেন্সি যা ব্লক চেইন সিস্টেম এ কাজ করে আর অন্যদিকে বিকাশ, নগদ এসব মোবাইল ব্যাংকিং সিস্টেম ব্যাংকে কেন্দ্র করে লেনদেন করে থাকে।
তাই কেউ যদি বিটকয়েন ওয়ালেট থেকে বিকাশে টাকা আনতে bitcoin to bkash transfer চায় অথবা তার বিকাশে থাকা টাকা থেকে বিটকয়েনের ডলারে কনভার্ট bkash to bitcoin transfe করতে চায় সেক্ষেত্রে, তাকে third-party কোন মাধ্যম ব্যবহার করতে হবে অর্থাৎ ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে বিকাশ থেকে বিকাশে টাকা দেবে এবং ওই ব্যক্তির বিটকয়েন ওয়ালেটে থাকা বিটকয়েন থেকে তার বিটকয়েনে টাকা পাঠাবে।
বিটকয়েনের ব্যাপারে একটি মজার ব্যাপার হল এই যে বিটকয়েন লেনদেন করার ক্ষেত্রে গ্রাহক এবং প্রাপক এর কাছ থেকে কোনপ্রকার চার্জ করা হয় না অর্থাৎ আপনি যত বিটকয়েন পাঠাবেন ঠিক তত বিটকয়েন বা 87 গ্রাহক পেয়ে যাবে তাহলে প্রশ্ন হচ্ছে এর মধ্যবর্তী যে ক্যালকুলেশন ও যে নেটওয়ার্ক কাজ করে সে কিসের জন্য করে? কেন্দ্রীয় নেটওয়ার্ক যার মাধ্যমে এত বড় জটিল ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ হয়ে ট্রানজেকশন কমপ্লিট হয় , সে এর বিনিময়ে কি পায় ?
এ প্রশ্নের জবাব দিতে গেলেই আপনি বিটকয়েন মাইনিং এর বিষয়টি বুঝতে পারবেন। বিটকয়েন লেনদেনের সময়, লেনদেনটি সঠিকভাবে হচ্ছে কিনা লেনদেনটি প্রকৃতপক্ষে আসল কিনা অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে যতগুলো সিকিউরিটি প্রয়োজন সবগুলো একটি কম্পিউটার প্রোগ্রাম নিয়ন্ত্রন করে থাকে। আর এই কম্পিউটার প্রোগ্রাম হতে পারে বিশ্বের যেকোনো প্রান্তের যেকোন কম্পিউটার। এই হিসাব নিকাশ করার ক্ষেত্রে যে কম্পিউটার প্রোগ্রাম অংশগ্রহণ করে সেতি BTC Transfer Calculator এর বিনিময়ে কিছু সংখ্যক বিটকয়েনের ছোট একক পেয়ে থাকে। এভাবে যত বেশি হিসেব করবে তত বেশি বিটকয়েন মাইন করতে পারবে। এটাকে বিটকয়েন মাইনিং বলা হয়।
bitcoin price in bangladesh বিটকয়েনের প্রাইস এর কথা বলতে গেলে বলা চলে বর্তমানে বিটকয়েনের বাজার bitcoin price today খুবই খারাপ বিটকয়েনের সর্বোচ্চ দাম bitcoin to usd ছিল 65000 USD dollar এবং বর্তমানে আমি এই লেখাটির লেখা অবস্থায় বর্তমান বাজার bitcoin price usd মূল্য 32 হাজার ইউএস ডলার (32000 us dollar) এর আশেপাশে উঠানামা করছে
বিটকয়েনের সর্বশেষ খবরা-খবর নিয়োগ সম্পর্কিত কথা বলতে হলে বলতে হবে বিটকয়েন একটি খুবই জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইলেকট্রিক বর্তমানে বর্তমান অবস্থা খুবই খারাপ হয়ে আছে bitcoin price usd বাজার মূল্য আগের তুলনায় খুবই কমে গেছে অর্থাৎ সর্বোচ্চ দামের তুলনায় প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে এখন বিটকয়েন বিটকয়েনের মার্কেট ক্রাশ করার ব্যাপারে এখন তো তেমন কোন নিউজ পাওয়া যায়নি তবে আশা করা যাচ্ছে বিটকয়েন এর বাজারমূল্য আবার পুনরায় বৃদ্ধি পাবে
এখন পর্যন্ত বাংলাদেশে বিটকয়েন সহ অন্যান্য ইলেকট্রিক ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেওয়া হয়নি আনুষ্ঠানিকভাবে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিটকয়েন বিভিন্ন রকম ইলেকট্রিক মানি বাংলাদেশে অবৈধ বলে বিবেচিত হয়।
Post a Comment