স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করার পদ্ধতি প্রক্রিয়া সমূহ নিচে বিস্তারিত আলোচনা করা হলো আপনারা যারা স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করার জন্য ইচ্ছুক অর্থাৎ যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য নিচে আর্টিকেলটি দেওয়া হল

 সাজেশন পেতে ক্লিক করুন 

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে 21.07. 2022 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স নির্ধারিত সীমার মধ্যে 18 থেকে 60 বছর থাকতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলি পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী ব্যক্তিগণ  সম্পুর্ন আর্টিকেল টি পড়ুন ।

শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য

স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 অনুযায়ী চলুন শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য জেনে নেই।

 

০১. পদের নাম: মেডিকেল অফিসার

শূন্যপদের সংখ্যা: ১৩ টি

বেতন: ১০০,০০০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা: MBBS ডিগ্রী

অভিজ্ঞতা: ০১ বছর

বয়স: ১৮ থেকে ৬০ বৎসর।

 

০২. পদের নাম: ল্যাব কনসালট্যান্ট

শূন্যপদের সংখ্যা: ২৭ টি

বেতন: ৮০,০০০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা: নিম্নলিখিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী-

 

মাইক্রোবায়োলজি

প্যাথলজি

ল্যাব মেডিসিন

ভাইরোজলজি

বায়োকেমিস্ট্রি

অভিজ্ঞতা: ০১ বছর

বয়স: ১৮ থেকে ৬০ বৎসর।

 

০৩. পদের নাম: নার্স

শূন্যপদের সংখ্যা: ১৫০ টি

বেতন: ৫৫,০০০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা: নার্সিং বিষয়ে বিএসসি/ডিপ্লোমা ডিগ্রী

অভিজ্ঞতা: ০১ বছর

বয়স: ১৮ থেকে ৬০ বৎসর।

 

০৪. পদের নাম: DGHS সাপোর্ট স্টাফ নন-টেকনিক্যাল

শূন্যপদের সংখ্যা: ০১ টি

বেতন: ৬০,০০০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী

অভিজ্ঞতা: ০৫ বছর

বয়স: ১৮ থেকে ৬০ বৎসর।

 

০৫. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট

শূন্যপদের সংখ্যা: ১০৮ টি

বেতন: ৩৭,৫০০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা: মেডিক্যাল টেকনোলজি (ল্যাব) বিষয়ে ডিপ্লোমা/সমমানের ডিগ্রী।

অভিজ্ঞতা: ০১ বছর

বয়স: ১৮ থেকে ৬০ বৎসর।

 

স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ সার্কুলার ২০২২- উল্লিখিত আরো শূন্যপদ সমূহ

০৬. পদের নাম: কম্পিউটার অপারেটর

শূন্যপদের সংখ্যা: ০২ টি

বেতন: ৩০,০০০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।

অভিজ্ঞতা: ০১ বছর।

বয়স: ১৮ থেকে ৬০ বৎসর।

 

০৭. পদের নাম: ল্যাব এ্যাটেনডেন্ট

শূন্যপদের সংখ্যা: ৫৪ টি

বেতন: ২০,০০০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা: JSC পাস।

বয়স: ১৮ থেকে ৬০ বৎসর।

 

০৮. পদের নাম: আয়া

শূন্যপদের সংখ্যা: ১০৮ টি

বেতন: ২০,০০০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা: JSC পাস।

বয়স: ১৮ থেকে ৬০ বৎসর।

 

০৯. পদের নাম: ওয়ার্ড বয়

শূন্যপদের সংখ্যা: ১০৮ টি

বেতন: ২০,০০০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা: JSC পাস।

বয়স: ১৮ থেকে ৬০ বৎসর।

 

১০. পদের নাম: ক্লিনার

শূন্যপদের সংখ্যা: ১৯৪ টি

বেতন: ২০,০০০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা: JSC পাস।

বয়স: ১৮ থেকে ৬০ বৎসর।

 

https://dghserpp.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারেন  ।সরাসরি অথবা ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে না আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ সময় 30 জুন 2022 ইং সকাল 10  টা 

অনলাইনে আবেদনের জমাদানের শেষ তারিখ 21 জুলাই 2022 ইন বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন পত্র সাবমিটেড সময় থেকে পরবর্তী 72 ঘণ্টার মধ্যে এসএমএস  এর মাধ্যমে ফি পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থিতার স্বাক্ষর এর দৈর্ঘ্য 300 *80 Pixel রঙিন ছবি দৈর্ঘ্য 300 *প্রস্থ 300 পিক্সেল  স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন । 

ছবির সাইজ সর্বোচ্চ 100kb স্বাক্ষর সাইটস সর্বোচ্চ 60 kb মধ্যে হতে হবে এসএমএস প্রেরণ এর নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান applicant's কঁপি একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতি যেকোনো টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ টেলিটকের   চার্জসহ ক্রমিক নাম্বার পদবীর আবেদনের জন্য মোট 500 টাকা 72 ঘণ্টার মধ্যে জমা দিবেন


প্রথমে এসএমএস অপশনে গিয়ে লিখবেন ইংরেজিতে DGHSERPP<Space<USer ID দিছে সেন্ড করতে হবে 16222 নাম্বারে ।দ্বিতীয় এসএমএসের বেলায় লিখতে হবে DGHSERPP<Space<yes<Space>PIN লিখে সেন্ড করতে হবে 16 222 নাম্বারে ।প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যথা সময়ে জানানো হবে।

এসএমএসে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান এর কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থীর যোগ্যতা যাচাই মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক নং 1 থেকে 5 পর্যন্ত কাগজের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে । 


প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র প্রার্থী ইউনিয়নের বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয় পত্র জন্ম সনদের সত্যায়িত ফটোকপি অনলাইনে পূরণকৃত আবেদন এর কপি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.dch.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে স্বাক্ষরিত ডাক্তার গোলাম নবী প্রকল্প পরিচালক covid-19 ইআরপি পি প্রকল্প স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা।

Post a Comment

Previous Post Next Post