ভাইরাস
১।ভাইরাস
শব্দের অর্থ কী ?
উত্তরঃভাইরাস
একটি ল্যাটি\ন শব্দ যার
অর্থ হলো বিষ ।
২।ভাইরাসের
বৈশিষ্ট নিচে লিখ?
উত্তরঃ ভাইরাস
হলো অতি অনুবিক্ষণিক অকোষীয় রাসায়নিক বস্তু যা প্রটিন ও নিউক্লিক এসিড দিয়ে গঠিত ।পোষাক
দেহের অভ্যন্তরে সক্রিয় হয় এবং স্ংখ্যা বৃদ্ধি করে ।আবার পোষাক দেহের বাইরে জড় পদার্থের
ন্যায় অবস্থান করে থাকে ।
৩।ভাইরাস
জীব এবং জড় পদার্থের ন্যায় যোগসুত্র স্থাপন কারী বলা হয় কেন ?
উত্তরঃভাইরাসে
জীব এবং জড় উভয়ের বৈশিষ্ট বিদ্যমান ।
৪।জীবের বৈশিষ্টঃ
এতে DNA ও
RNA আছে ।জীব কোষের অভ্যন্তরে বংশ বৃদ্ধি করতে পারে ।পরি ব্যাক্তি দেখা যায় ।জেনেটিক
রিকম্বিনেশন ঘটতে দেখা যায় ।
৫।জড়ের বৈশিষ্টঃ
কোষপ্রচির
,কোষঝিল্লী,সাইটপ্লাজম ,নিউক্লিয়াস ,সজীব অংগানু এবং বিপাকীয় এনজাইম নেই।
৬।ভাইরাস
উদ্ভিদের দেহে কী কী রোগ তৈরী করে ?
উত্তরঃ ভাইরাস
মুলত তামাকের মোজাইক রোগ ধানের টংগো রোগ ইত্যাদি
রোগ তৈরী করে ।
৭।ভাইরাস
প্রনীদেহে কী কী রোগ তৈরী করে ।
উত্তরঃগরু
ভেড়া , ছাগল ,শুকর , মহিষের পা ও মুখের ঘা ,গরুর বসন্ত রোগ তৈরী করে ।
৮।ভাইরাস
মানব দেহে কিকি রোগ তৈরী করে থাকে ?
উত্তরঃ গুটি
বসন্ত , জল বসন্ত ,জন্ডিস , (হেপাটাইটিস ) জলাতংক , AIDS, SARS ,পোলিও ,হাম , হার্পিস,
ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি ।
৯।ব্যাক্টেরিওফেজ কী ?
উত্তরঃএক
ধরনের ভাইরাস যা ব্যাক্টেরিয়ার দেহে পরজীবী হিসেবে বাস করে ।
১০। AIDS এর পুর্ন রুপ কী ?
উত্তরঃ
Acquired Immuno deficiency syndrome .
১১।AIDS কিভাবে
ছড়ায় ?
উত্তরঃ এইডস
প্রধানত তিন ভাবে ছড়ায়ঃ
এইস আইভি
রোগীর রক্ত কোন সুস্থ মানুষের শরীরের প্রবেশ করলে । এইডস রোগের রোগীর রক্ত গ্রহন ,এইডস
রোগীর ব্যবহারিত সিরিঞ্জ ব্যাবহার করলে
এইডস রোগীর
সাথে যৌন কর্ম করলে রোগ ছড়ায় ।
মায়ের কাছ
থেকে অমরার মাধ্যমে বাচ্চার শরীরে প্রবেশ করে
এইড
১২। জন্ডিস বা হেপাটাইটিস এর কারন কী ?
উত্তরঃহেপাটাই
টিস এ বি সি ডি ই ভাইরাস
১৩।কোন হেপাটাইটিস
ভাইরাস বেশি খারাপ ?
উত্তরঃহেপাটাইটিস B,C এর জন্য দায়ী ।
১২।বসন্ত
রোগের কারণ কি ?
উত্তরঃবসন্ত
দুই ধরনের। গুটিবসন্ত এবং জলবসন্ত । দুটি রোগ
সাধারণত ভাইরাসের কারণে হয়ে থাকে
১৩।ভেক্টর
কি?
উত্তরঃ
যে সকল প্রাণী এক মানব দেহ
থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে তাকে ভেক্টর বলে
১৪।মশা
কি কি রোগের বাহক
হিসেবে কাজ করে?
উত্তরঃ
মশা যে সমস্ত রোগের
বাহক হিসেবে কাজ করে তার নিচে দেওয়া হল প্রথমেই ডেঙ্গু
জ্বর এডিস মশার কামড়ের কারনে হয় । তারপর ফাইলেরিয়া
কিউলেক্স মশার কামড়ের কারনে হয় । তারপর ম্যালেরিয়া
অ্যানোফিলিস মশার কামড়ের কারনে হয় ।
১৫।ডেঙ্গু
জ্বরের লক্ষণ গুলো কি কি?
উত্তরঃ উচ্চ
জ্বর ব মাথাব্যথা শরীরের
বিভিন্ন স্থানে রক্ত বা হতে পারে
রোগীর মৃত্যুও হতে পারে ।
১৬। বার্ডফ্লু এর
উৎস কোনটি
উত্তরঃবার্ড
ফ্লু ভাইরাস টি মূলত মুরগি
থেকে ছড়ায়।
১৭।
নিপাহ ভাইরাসের প্রধান বাহক কোনটি?
উত্তরঃ
নিপাহ ভাইরাসের প্রধান বাহক হল বাদুড়
১৮।
ভাইরাস আমাদের কি কি উপকারে
লাগে তার নিচে লিখ?
উত্তরঃ
ভাইরাসের উপকারী দিকগুলো হলো টিকা তৈরীর ক্ষেত্রে ভাইরাস এর উপকারিতা রয়েছে
বসন্ত পোলিও জন্ডিস রোগের টিকা ভাইরাস তৈরি করা হয় ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ব্যাকটেরিওফাজ ব্যবহৃত হয় জেনেটিক প্রকৌশলে বাহক হিসেবে ব্যবহার করা হয়
১৯।ভাইরাস
মূলত কি?
উত্তরঃ
ভাইরাস সাধারণত এককোষী জীব
২০।
যে সকল ভাইরাস ব্যাকটেরিয়া কে আক্রমণ করে
তাকে বলা হয়?
উত্তরঃ
ব্যাকটেরিওফাজ
বিষয়ে
একটি অনুচ্ছেদ দেওয়া হল যেখান থেকে
ভাইরাস সম্পর্কিত এমসিকিউ প্রশ্নের জন্য তৈরি করা হয়েছে।
এইচআইভি
মূলত একটি ভাইরাস । এইডস রোগের
প্রতিকার ওদিক হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পাওয়া । এইট সম্বন্ধে
যে তথ্যটি সঠিক নয় সেটি হল পেনিসিলিন নামক
এন্টিবায়োটিক দ্বারা রোগ সারানো হয় । এক্স সংক্রমণের
জন্য ঝুঁকিপূর্ণ যারা তারা হচ্ছে অল্প বয়সী ছেলেমেয়েরা । এইচএস ঝুঁকিপূর্ণ
তা কমানোর জন্য অধিক কার্যকরী মাধ্যম হচ্ছে সর্তকতা অবলম্বন করা । যে রোগের
নিদৃষ্ট লক্ষণ নেই সেই রোগটি হলো এইড । কোনটি ভাইরাসজনিত
রোগ নয় ডিফথেরিয়া । হেপাটাইটিস রোগের
প্রধান কারণ কি ভাইরাস হলো
এই রোগের প্রধান কারণ । ভাইরাসজনিত রোগ
হলো বসন্ত ।
নিউমোনিয়া
ভাইরাসজনিত রোগ নয় । কলেরা ভাইরাস
জনিত রোগ নয় । জল আতঙ্ক
ভাইরাসজনিত রোগ । বায়ুর মাধ্যমে
সংক্রমিত হয় ইনফ্লুয়েঞ্জা নামক রোগটি । যে সকল
প্রাণী একটি মানব দেহ থেকে অন্য একটি মানব দেহের মধ্যে রোগ নিয়ে যায় অথবা বহন করে নিয়ে যায় তাকে বলা হয় ভেক্টর । ডেঙ্গু জ্বরের
বাহক হচ্ছে মশা । ডেঙ্গুজ্বর বাড়ি
মশা হল এডিস ইজিপটাই ।
চিকিৎসা
বিজ্ঞান বিষয়ক কোন উক্তিটি সঠিক নয় সেটি হলো অ্যানোফিলিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়
স্ট্রিট ভাইরাস
কোন রোগের জীবাণুর নাম রেবিস নামক
রোগের জীবাণুর নাম
কেচো প্রাকৃতিক
লাঙ্গল বলা হয় কেন ?
লাঙ্গলের
দ্বারা মাটিকে আলগা করা হয় যাতে মাটির ভিতরে বায়ু প্রবেশ করতে পারে কেঁচো মাটি আলগা করে মাটির ভিতরে বায়ু প্রবেশের সহায়তা করে বলে একে প্রাকৃতিক লাঙ্গল বলা হয় ,।
পামরি
পোকা ধানের কি ক্ষতি করে?
এই পোকা
ধান পাতার সবুজ অংশ খেয়ে ফেলে।এর ফলে পাতা শুকিয়ে সাদা হয়ে যায়। ফলে সালোকসংশ্লেষণ এর অভাবে ফলন
কম হয় ।
কোন
গ্যাস রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা বিনষ্ট করে?
কার্বন
মনোক্সাইড রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে। কার্বন মনোক্সাইড প্রতি হিমোগ্লোবিনের আসক্তি অক্সিজেন আপেক্ষা বেশি । তাই কার্বন-মনোক্সাইড রক্তের হিমোগ্লোবিন এর সাথে যুক্ত
হলে হিমোগ্লোবিনের অক্সিজেন এর সাথে যুক্ত
হতে পারেনা ।
হিমোগ্লোবিনের
কাজ কি লিখ?
হিমোগ্লোবিনের
কাজ মূলত ফুসফুসে অক্সিজেন গ্রহণ এবং তা কলায় পরিবহন
করা। কলা হতে কার্বণ-ডাই-অক্সাইড গ্রহণ এবং তার ফুসফুসে পরিবহন করা। বাফার হিসেবে
কাজ করা ।
শ্বেত
রক্ত কণিকার কাজ কি তা নিচে
লিখ ?
নিউট্রোফিল
ও মনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগজীবাণু ধ্বংস করেন
শ্বেত রক্তকণিকা
বেসোফিল
হিস্টামিন নিঃসৃত করে যা দেহের রোগ
প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
বেসোফিল
নিঃসৃত হেপারিন রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে দেয় না।
লিম্ফোসাইট
এন্টিবায়োটিক তৈরি করে যা দেহের রোগ
প্রতিরোধ করে।
Post a Comment