What is cells and its types

New Job Circular Bangladesh Police 

ICT MCQ Suggestion For SSC

১।সরণ কাকে বলে ?

নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন কে স্মরণ বলে.

২।সরণের একক কি?

সরণের একক হল দৈর্ঘ্য কত মিটার

৩। দ্রুতির একক কি?

মিটার / সেকেন্ড

৪। বেগ কাকে বলে

সময়ের সাথে কোন বস্তুর সরণ এর হারকে বেগ বলে। অর্থাৎ বস্তুর নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাই বেগ।

৫।দ্রুতি বেগের মধ্যে পার্থক্য কি?

দ্রুতি-দ্রুতি স্কেলার রাশি ।মানের পরিবর্তন হলে রুচির পরিবর্তন হয়।বস্তুর বেগের মানই দ্রুতি

বেগ-বেগ হল ভেক্টর রাশি। শুধু মানের কিংবা শুধু দিকের অথবা উভয় পরিবর্তন হলে বেগের পরিবর্তন হয়। নির্দিষ্ট দিকে দ্রুতিই  বেগ

ত্বরণ কাকে বলে?

সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে

নিউটনের গতি বিষয়ক সূত্র গুলো লিখ?

প্রথম সূত্র- বাহ্যিক কোন বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম  দ্রুতিতে সরল পথে চলতে থাকবে।

দ্বিতীয় সূত্র-বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে।

তৃতীয় সূত্র-প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।

জড়তা কাকে বলে?

পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়া যে প্রবণতা বা স্থিতি  বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জনতা বলে

গতি জড়তা কাকে বলে?

গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাও আর যে প্রবণতা বা একই গতি অক্ষুন্ন রাখতে চাওয়ার  যে ধর্ম তাকে গতি জড়তা বলা হয়।

কাচের জানালায় রাইফেলের বুলেটে কেবল একটি ছিদ্র সৃষ্টি হয় কিন্তু ঢিল ছোড়া হলে কাজ চৌচির হয়ে যায় কেন?

বুলেটের গতি অত্যন্ত বেশি হয়। বুলেট যখন কাচের জানালায় ছোড়া হয় তখন অতি অল্প সময়ে বুলেটের গতি কাঁচের উপর ক্রিয়া করে। এতে কেবল কাছে আঘাতপ্রাপ্ত অংশে স্থিতি জড়তা সামান্য পরিবর্তন হয় অন্য অংশে স্থিতি জড়তা অপরিবর্তিত থাকে। এর ফলে আঘাতপ্রাপ্ত অংশে ছিদ্র তৈরি হয়।

ঠিক একইভাবে অন্য দিকে ঢিল ছুড়লে এর গতি খুবই কম থাকে।হলে কাচের জানালায় অনেক সময় ধরে ক্রিয়া করে।এতে কাছে জানালায় বেশ কিছু অংশে স্থিতি জড়তা নষ্ট হয় ।সমস্ত অংশের স্থিতিশীলতা নষ্ট হয়। সেগুলো ভেঙে যায় বলে কাচ চৌচির   হয়ে যায়

চলন্ত বাসে হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন কেন?

গতি জড়তার কারনে

বল কাকে বলে?

যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বার করতে চায় গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার উপর পরিবর্তন করে যা করতে চায় তাকে বলে।

বলের আন্তর্জাতিক একক কি?

নিউটন হল বলেন আন্তর্জাতিক একক।

রাস্তার ব্যাংকিং কাকে বলে?

বক্র পথে মোটর বারেল গাড়ি চলার সময় একটি কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। কেন্দ্রমুখী বলের অভাবে গতির জড়তার কারণে যানবাহন উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জনতা কে প্রশমিত করার জন্য বক্র পথে বাইরের রাস্তার ভিতর দিয়ে কিছুটা উঁচু করে কেন্দ্রমুখী বলের সৃষ্টি করা হয় ব্যবস্থাকে রাস্তার ব্যাংকিং বলে

নদীর একপাশ  থেকে গুন টেনে নৌকাকে মাঝনদীতে রেখেই সামনে নেয়া সম্ভব হয় কিভাব?

একটি রশ্মি দ্বারা যখন নৌকার গুণ টানা হয় রশ্মি দ্বারা নৌকার উপর প্রযুক্ত বল দুইটি উপাংশ ক্রিয়া করে। বলের একাংশ নৌকাকে সঙ্গে চলতে সাহায্য করে এবং অপর অংশ নদীর পাড়ের দিকে চালিত করে। এই অবস্থায় নৌকাটি কিছুদূর এগিয়ে পারে ঠাই নেয়ার কথা ।কিন্তু নৌকার মাঝি গুনটানার সময় হাল যথাযথভাবে ঘুরিয়ে পাড়ের দিকে বলের অংশকে কে প্রশমিত করে। ফলে সম্মুখ  দিকে বলের ক্রিয়া  নৌকার সামনের দিকে মাঝ নদী বরাবর চলতে থাকে।

বিমান রকেট চলার মধ্যে মূল পার্থক্য কি?

রকেট চলার জন্য বাতাসের দরকার হয় না কিন্তু বিমান সম্পূর্ণ বাতাস নির্ভর

বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন?

পাখির ডানা দিয়ে বায়ুতে আঘাত পড়লে বাতাস ডানার উপর সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের সৃষ্টি করে।তাই পাখি আকাশে উড়তে পারে বায়ুশূন্য স্থানে পাখির ডানা বল প্রয়োগ করলেও বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না।তাই পাখি বায়ুশূন্য স্থানে উঠতে পারে না

একজন মাঝি নৌকা চালানোর সময় নিউটনের কোন সূত্র প্রয়োগ করে?

নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ করে।

গুলি ছোড়ার পর বন্দুক পেছন দিকে সরে যায় কেন?

গতির দ্বিতীয় সূত্র বা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুপাতে

ঘর্ষণ কাকে বলে?

দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে যদি একের উপর অপরটি চলতে চেষ্টা করে অথবা চলতে থাকে তাহলে বস্তু দুইটির  স্পর্শ তলে একই গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয় এই বাবাকে ঘর্ষণ বলে

লুব্রিকেশন সিস্টেম এর কাজ কি?

যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয় তাকে হ্রাস করা

ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখ?

একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোন কাজ না করলে কোন নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের পরিবর্তন হয় না

গ্রাম ভার কত ডাইন?

৯৮১ ডাইন।

বজ্রপাতের সময় আলোর ঝলক দেখার বেশ কিছু সময় পরে মেঘের গর্জন শোনা যায় কেন?

বর্জন এবং আলোর ঝলক একই সাথে ঘটে কিন্তু শব্দের সাইটে আলোর গতি অনেক বেশি। মেঘ পৃথিবীর মধ্যকার দূরত্ব অতিক্রম করতে আলোর চেয়ে শব্দের  বেশি সময় লাগে বলে আলোর ঝলক দেখার বেশ কিছু সময় পরে মেঘের গর্জন শোনা যায়।

Post a Comment

Previous Post Next Post