bangla

 বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয় মধ্যযুগে রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি চন্দ্রাবতী বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি অথবা প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে শাহ মুহাম্মদ সগীর রোমান্টিক প্রাণপণ ধারার প্রথম কবি শাহ মুহাম্মদ সগীর ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা রোমান্টিক প্রণয়ন কাব্য। মুসলমান কবি রচিত প্রাচীন বাংলা কাব্য ইউসুফ জুলেখা

লাইলী মজনু কাব্যের অনুবাদক হলেন দৌলত বাহরাম খান। লাইলি মজনুর কাব্যের উপখ্যান কোন দেশের ইরান আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী সতীময়না লোরচন্দ্রানী কাব্যটির রচয়িতা দৌলত কাজী মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি ছিলেন আলাওল কবি আলাওলের জন্মস্থান হল চট্টগ্রামের জোবরা

আরাকান রাজ্যের শ্রেষ্ঠ কবি আলাওলের জন্মস্থান নিয়ে মতভেদ আছে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার অন্তর্গত জোড়া নামক গ্রামে প্রখ্যাত সৈয়দ বংশের কবি আলাওল জন্মগ্রহণ করেন। সূত্র অনুসারে বাংলা সাহিত্যের ইতিহাস মোতাহের হোসেন সুফি পক্ষান্তরে .মুহাম্মদ শহীদুল্লাহর মতে কবি আলাওল ১৫৯৭সালে ফাতেহাবাদ জেলার অর্থাৎ বর্তমান ফরিদপুর জেলার জামালপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন ।আলাওল রচিত গ্রন্থ পদ্মাবতী

পুঁথি সাহিত্য

 

অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে আরবি-ফারসি শব্দ মিশ্রিত এক ধরনের বিশেষ ভাষারীতিতে যেসব কাব্য রচিত হয়েছিল তা বাংলা সাহিত্যের ইতিহাসে পুথি  সাহিত্য নামে চিহ্নিত।কলকাতার সস্তা ছাপাখানা থেকে মুদ্রিত হয় এই ধারার কাব্য দেশময় প্রচারিত হয়েছিল বলে বটতলার পুঁথি নামেও এক চিহ্নিত করার প্রচেষ্টা চলছে ।কেউ কেউ এই শ্রেণীর কাব্যকে আরবি ফারসি শব্দের প্রাচুর্যপূর্ণ ব্যবহারের জন্য দোভাষী পুঁথি নামে অবহিত করেছেন কিন্তু এতে মাত্র দুটি ভাষার শব্দ নয় বাংলা হিন্দি তুর্কি ভাষার শব্দের সংমিশ্রণে ঘটেছে শায়েরদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে

কবি কৃষ্ণ রাম দাসঃ এই ধারায় প্রথম কাব্য রচনা করেন। রায়মঙ্গল তার কাব্যের নাম।

ফকির গরীবুল্লাহঃ পুঁথি সাহিত্যের প্রথম সার্থক জনপ্রিয় কবি ছিলেন ফকির গরীবুল্লাহ। মিশ্র ভাষারীতিতে তার রচিত কাব্যগ্রন্থ আমির হামজা , ইউসুফ জুলেখা , সোনাভান , সত্যপীরের পুথি

সৈয়দ হামজাঃ মিশ্র ভাষারীতিতে তার রচিত কাব্যগ্রন্থ আমির হামজা দ্বিতীয় অংশ যৌবনের পুঁথি হাতেম তাই তার মধুমালতী কাব্য টি পুঁথি সাহিত্যের ধারা অনুসারে নয় সম্ভবত ফারসি কাব্য থেকে বঙ্গানুবাদ করে কাব্যের রূপদান মোঃ আব্দুর রহিম নামেও বিশেষভাবে উল্লেখযোগ্য

 

বাংলা ভাষা বাংলা উপন্যাস

 

কথাসাহিত্যঃ কথাসাহিত্য বলতে উপন্যাস ছোটগল্পকে বোঝায়। উপন্যাস ছোটগল্প এর আকৃতি প্রকৃতিগত বেশ কিছু পার্থক্য বিদ্যমান উপন্যাসের যেখানে বৃহত্তর পরিসরে জীবনের পূর্ণাঙ্গ পরিচয় রূপ লাভ করে সেখানে ছোটগল্পে থাকে কোন চরিত্রের একটি মাত্র দিকে প্রতিফলন।

বাংলা উপন্যাসের পত্তনি  প্রস্তুতি যুগের উপন্যাসগুলোতে সমসাময়িক সামাজিক জীবনের চিত্র সহযোগে পরিবেশিত হয়েছে।

আলালের ঘরের দুলালঃ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্র এটি রচনা করেন। এজন্য তাকে বাংলা সাহিত্যের উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ বলা হয় অর্থাৎ তিনি প্রথম বাংলা উপন্যাস তৈরি করেছিলেন মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস নির্বিশেষ প্রশংসা করেন

 

দুর্গেশ নন্দিনীঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে রচনা করেন। তাকে প্রথম সার্থক উপন্যাস বলা হয় আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী কথাসাহিত্য বলতে বোঝায় ছোট গল্প বা উপন্যাস

কোন গ্রন্থটি রচনা প্রথম প্রয়াস বাংলা সাহিত্যের সেটি হল কলকাতা কমলালয় বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ টি হল ফুলমণি করুণার বিবরণ বাংলা ভাষার প্রথম উপন্যাসিক প্যারীচাঁদ মিত্র বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন প্যারীচাঁদ মিত্র। বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুললাল আলালের ঘরের দুলাল এর লেখক হচ্ছে প্যারীচাঁদ মিত্র আলালের ঘরের দুলাল বঙ্কিমচন্দ্র প্রথম প্রশংসিত করেছেন এই গ্রন্থটি কে বাংলা উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল সেটি হল সমাজের রং রসাত্মক চিত্র বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক হলেন স্বর্ণকুমারী দেবী

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত কাজী নজরুল ইসলাম তার রচিত কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন সঞ্চিতা রক্ত কবরী রবীন্দ্রনাথ ঠাকুর।রক্তাক্ত প্রান্তর মুনীর চৌধুরী। রক্তরোগ  গোলাম মোস্তফা দেনা পাওনা ছোটগল্প দেনা পাওনা উপন্যাসের লেখক দেনা পাওনা ছোট গল্প এটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং দেনা পাওনা উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় এর সাথে দর্শন মানুষ বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন আইনস্টাইন বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন সেই কবিতাটি হল সেঁজুতি , সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত হয়েছে এটি মূলত রবীন্দ্রনাথের বলাকা কাব্য হতে সঞ্চারিত হয়েছে

কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? কাজী নজরুল ইসলামের কবর অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত আছেন তিনি হলেন কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয় সেটির নাম হলো কানাডা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ টি হল ব্যথার দান।

কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গ্রন্থকারের নাম চিহ্নিত করতে গেলে প্রথমেই আসবে অগ্নিবীণা সর্বহারা কাব্যের লেখক হল কাজী নজরুল ইসলাম ঢাকার নবাব পরিবারের একমাত্র মহিলা অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন সেই কমিটির নাম হল সে আবার তার তরণী  


ঢাকার নবাব পরিবারের একমাত্র মেয়ে সওগাত পত্রিকার একটি ছবি পাঠিয়ে ছিলেন যে ছবিটা ছিল বিক্ষুব্ধ উত্তাল সাগরের একটি পালতোলা নৌকার নির্ভীকভাবে এগিয়ে যাচ্ছে ইসলামের চার খলিফা এবং হালের বৈঠায় হযরত মুহাম্মদ (সাঃ)এর নাম এবং ইসলামের নাম লেখা সাফায়াত লেখা।এ ছবি দেখে খেয়া পারের তরণী কবিতাটি রচনা করেন কাজী নজরুল ইসলাম জসীমউদ্দীনের কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় যে প্রত্রিকায় সে পত্রিকাটির নাম হল কল্লোল জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে নকশী কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে  


রঙ্গিলা নায়ের মাঝি এর লেখক হলেন জসীমউদ্দীন কোন কোভিদ নাম অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ছাত্রাবাস নামকরণ করা হয়েছে জসীমউদ্দীনের নাম অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাস নামকরণ করা হয়েছে জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি সফিনা হল জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কবি জসীমউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের লেকচারার ছিলেন  

তিনি ডক্টর দীনেশচন্দ্র সেন এর অনুকূলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পল্লীগীতি সংগ্রহ পদে নিযুক্ত করেন


পল্লীকবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন ফরিদপুরে কবর কবিতাটি লেখক হলেন পল্লীকবি জসীমউদ্দীন

Post a Comment

Previous Post Next Post