গুরুত্বপূর্ণ দুটি হাদীস


গুরুত্বপূর্ণ দুটি হাদীসঃ

প্রত্যেক মুসলিমের  এই হাদিস দুই জানা খুবি জরুরী । আসুন আমরা মনোযোগের সাথে হাদিস দুইটী পড়ি এবং অন্য কে এই সম্পর্কে জানাই ।

সহিহ হাদিস একটি বিশেষ পরিভাষা, যা সর্বোচ্চ মানের হাদিসের জন্য ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ গ্রহণযোগ্যতার ভিত্তিতে সর্বোচ্চ।

হাদীসের সকল বর্ণনাকারী বা রাবী পরিপূর্ণ সৎ বিশ্বস্ত বলে প্রমানিত। একেআদালতবলে।

সকল রাবীরনির্ভুল বর্ণনা ক্ষমতাপূর্ণরূপে বিদ্যমান বলে প্রমানিত। একেযাবতাবলে।

সনদের প্রত্যকে রাবী তাঁর ঊর্ধ্বতন রাবী থেকে স্বকর্ণে হাদিসটি শুনেছেন বলে প্রমানিত। একেইত্তিসালবলে।

হাদীসটি অন্যান্য প্রমানিত হাদীসের বর্ণনার বিপরীত নয় বলে প্রমানিত। একেশুযুয মুক্তিবলে।

হাদিসটির মধ্যে সূক্ষ্ম কোন সনদগত বা অর্থগত ত্রুটি নেই বলে প্রমানিত। একেইল্লাত মুক্তিবলে।

===============

একটু কষ্ট করে নিচের হাদীস দুটি পড়েন, হাদীস পাঠ শেষে তালিবুল ইলম্ হিসেবে কিছু বিষয় জানতে চাইব।

 

 قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ إِذَا فَعَلَتْ أُمَّتِي خَمْسَ عَشْرَةَ خَصْلَةً حَلَّ بِهَا الْبَلاَءُ

রাসূলাল্লাহ (সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার উম্মাত যখন পনেরটি বিষয়ে লিপ্ত হয়ে পড়বে তখন তাদের উপর বিপদ-মুসীবত এসে পড়বে।

                        ‏فَقِيلَ وَمَا هُنَّ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏

প্রশ্ন করা হল ইয়া রাসূলাল্লাহ! সেগুলো কি কি? তিনি বললেনঃ

                                إِذَا كَانَ الْمَغْنَمُ دُوَلاً

()যখন গানীমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে,

 

                                    وَالأَمَانَةُ مَغْنَمًا

()আমানাত লুটের মালে পরিণত হবে,

 

                                    وَالزَّكَاةُ مَغْرَمًا

() যাকাত জরিমানা রূপে গণ্য হবে,

 

                                   وَأَطَاعَ الرَّجُلُ زَوْجَتَهُ

()পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে,

 

                                           وَعَقَّ أُمَّهُ

() এবং মায়ের অবাধ্য হবে,

 

                                         وَبَرَّ صَدِيقَهُ

() বন্ধুর সাথে ভাল ব্যবহার করবে,

 

                                          وَجَفَا أَبَاهُ

() কিন্তু পিতার সাথে খারাপ ব্যবহার করবে,

 

                                وَارْتَفَعَتِ الأَصْوَات فِي الْمَسَاجِدِ

() মসজিদে শোরগোল করা হবে,

 

                              وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ

() সবচাইতে খারাপ চরিত্রের লোক হবে তার সম্প্রদায়ের নেতা,

 

                            وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ

(১০) কোন লোককে তার অনিষ্টতার ভয়ে সম্মান করা হবে,

 

                                                وَشُرِبَتِ الْخُمُورُ

(১১) মদ পান করা হবে,

 

                                         وَلُبِسَ الْحَرِيرُ

(১২) রেশমী বস্ত্র পরিধান করা হবে,

 

                                    وَاتُّخِذَتِ الْقَيْنَاتُ

(১৩) নর্তকী গায়িকাদের প্রতিষ্ঠিত করা হবে,

 

                                        وَالْمَعَازِفُ

(১৪) বাদ্যযন্ত্রসমূহের কদর করা হবে ,

 

                                  وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا

(১৫) এবং এই উম্মাতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ব যুগের লোকদের অভিসম্পাত করবে,

 

               فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ أَوْ خَسْفًا وَمَسْخًا ‏

 তখন তোমরা একটি অগ্নিবায়ু অথবা ভূমিধ্বস অথবা চেহারা বিকৃতির আজাবের অপেক্ষা করবে।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২১০

হাদিসের মান: দুর্বল হাদিস

 

এর পরের বর্ননাটিতে গজবের কথা আরেকটু বিস্তারিত এসেছে।

 

فليرتقِبوا عندَ ذلكَ ريحًا حمراءَ وزلزلةً وخسفًا ومسخًا وقذفًا وآياتٍ تتابعُ كنظامٍ بالٍ قُطِعَ سِلكُهُ فتتابَع

 

তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি পাথর বর্ষণরূপ শাস্তির এবং আরো আলামতের অপেক্ষা করবে যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন পুরানো পুঁতিরমালা ছিড়ে গেলে একের পর এক তার পুঁতি ঝরে পড়তে থাকে।

তিরমিজি-২২১১

হাদিসের মান: দুর্বল হাদিস

 

এক.

উপরের দুটি হাদীসই দূর্বল ,

 

দুই.

হাদীসে বর্ণিত পনেরটি অপরাধ উম্মাহ থেকে সংগঠিত হয়ে গেছে,হইতেছে এবং হতে থাকবে,,,,,  যেহেতু হাদীস দুর্বল সেহেতু এগুলো ঘটলেও মনে করতে হবে ঘটেনি,,,,,,কারণ হাদিস তো দূর্বল তাইনা!?

 

তিন.

হাদীস দূর্বল হওয়ার কারণে হাদীসে বর্ণিত গজবগুলি ঘটলেও আমরা বলব ঘটেনি,,,,?!

 

চার.

যেহেতু হাদীস দূর্বল সেহেতু সৌদি আরবে নর্তকীদের নাচ, সীনেমা হল চালু হলেও বলতে হবে চালু হয়নি।

 

লেখার উদ্দেশ্য,

দূর্বল দূর্বল শ্লোগান যেন আমাদেরকে অন্ধ বানিয়ে না দেয়।

 

আরিফ বিন হাবিব

জামিয়া শারিফিয়া আরাবিয়া মাদ্রাসা লালবাগ।

 

 

 

আমার মন্তব্য :  ভবিষ্যৎ বাণী কৃত হাদিস দূর্বল হওয়াই সাভাবিক

কিন্তু

সবল তো তখনি হবে যখন হাদিসটির প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে প্রমাণিত হবে।

 

এই হাদিসটি দূর্বল নয়।

আমাদের সাইট টি ভিসিট করার জন্য ধন্যবাদ এরখম আরো হাদিস পেতে আমাদের সাইট টি নিয়মিত ভিসিট করুন 


a

Post a Comment

Previous Post Next Post