বাংলা উপন্যাস সম্পর্কিত তথ্য 

job exam suggestion about bangla

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নিইয়োগ বিজ্ঞপ্তি ২০২২

১।বাংলা গদ্যের জনক কে?

উত্তর- বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 ব্যাখ্যা- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় তিনি বাংলা সাহিত্য জ্যোতি বা বিরাম চিহ্নের প্রবর্তক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে সাহিত্য সম্রাট বলা হয় তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচনা করেন রবীন্দ্রনাথ এর উপাধি বিশ্বকবি।

২।আনন্দমঠ উপন্যাসের লেখক কে?

উত্তর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 ব্যাখ্যা- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তিনটি উপন্যাস সীতারাম দেবী চৌধুরানী আনন্দমঠ কে একত্রে ত্রীয় উপন্যাস বলা হয় আনন্দমঠ উপন্যাসটি ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত এই উপন্যাসের লেখকের এর দেশ প্রেম সম্পূর্ণরূপে ফুটে উঠেছে

৩।বিদ্রোহী কবিতা সমূহ কোন কাব্যের অন্তর্গত?

উত্তর- অগ্নিবীণা

 ব্যাখ্যা- বিদ্রোহী  কবি কাজী নজরুল ইসলাম এর একটি বিখ্যাত কবিতা এটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। অগ্নিবীণা কাব্যগ্রন্থ মোট ১২ টি কবিতা স্থান পায়। তুমি কি নিজের ধুমকেতু কামাল পাশা আনোয়ার রণভেরী সাত --ইল-আরব খেয়া পারের তরণী কুরবানি এবং মহরম

৪। তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহন করেছিলেন কোন কবি?

উত্তর- জসীমউদ্দীন

 ব্যাখ্যা- পল্লীকবি জসীমউদ্দীন ১৯০৩ সালে পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন  ।১৯৭২ সালে ১৩ মার্চ তিনি ঢাকায় পরলোকগমন করেন।

৫।ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?

উত্তর- ইন্দিরা দেবী

 ব্যাখ্যা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গ্রন্থ ছিন্নপত্র ১৯১২ সালে প্রকাশিত হয় ।এ গ্রন্থের অধিকাংশ পত্র  ইন্দিরা দেবীকে নিয়ে লেখা  ।ইন্দিরা দেবী ছিলেন  প্রমথ চৌধুরীর অর্ধাঙ্গিনী

৬।আলাওলের তোহফা  কোন ধরনের কাব্য 

?

 উত্তর -নীতি কাব্য

৭। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কার হয় কত সালে ?

উত্তর- ১৯০৭ সালে চর্যাপদ আবিষ্কার হয়ে ছিল

ব্যাখ্যা -বাংলা ভাষার প্রথম কব্য সংকলন চর্যাপদ ।এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন ।ডক্টর হর প্রসাদ শস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রোন্থগ্রার হতে ১৯০৭ সালে চর্যাপদ নামক পুথি আবিষ্কার করেন

৮। নিচের কোনটি শরৎ চন্দ্রের ছদ্দনাম ?

উত্তর-অনীলা দেবী

ব্যাখ্যা - অপরাজেয় কথা শিল্পি  শরৎ চন্দ্র চট্টপধ্যইয়ের ছদ্দনাম  অনীলা দেবী ।তিনি নারীর মুল্য প্রবন্ধে ছদ্দনাম ব্যাবহার করেন ।প্রমথ চৌধুরীর ছদ্দনাম বীরবল বিনয় কুমার মুখোপাধ্যায়ের এর ছদ্দনাম ছিল  যাযাবর

৯। কাঠাল পাড়ায় জন্ম গ্রোহন করন কোন কবি ?

বঙ্কিমচন্দ্রো চট্টপধ্যায়

ব্যাখ্যা-উনিশ শতকের বাঙ্গালী সাহিত্যিক সাংবাদিক বঙ্কিম চন্দ্রের জন্ম হয়  বর্তমান উত্তর চব্বিশ পরগোনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঠাল পাড়া গ্রামে ছাড়া আমরা জানি বঙ্কিম চন্দ্র কে প্রথম বাংলা উপন্যাসিক হিসেবে আখ্যায়িত করা হয়

১০।আধ্যাত্নিকা উপন্যাসের লেখক কে?

উত্তর-প্যারিচাদ মিত্র হল প্রথম আধ্যাত্নিকা উপন্যাসের লেখক

ব্যাখ্যা-বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের লেখক হলো প্যারিচাদ মিত্রের উল্লেখ যোগ্য গ্রোন্থ সমুহ নিচে দেওয়া হলো

আলালের ঘরের দুলালঃ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ।এখানে তিনি যে কথ্য ভাষা ব্যাবহার করেছিলেন তা আলালী ভাষা নামে ব্যাপক পরিচিতি লাভ করেছিল ।এই গ্রোন্থটি ইরেজী ভাষায় ব্যাবহার করা হয়েছিল ।অর্থৎ অনুবাদ করা হয়েছিল ইরেজীতে এর নাম ছিলো  The Spoiled Child নামে

 

মদ খাওয়া বড় দায়, জাত থাকার উপায় কি (১৮৫৯)

অভেদি (১৮৭১)

 আধ্যাত্নিকা (১৮৮০)

The Zemindar and Ryots  চির স্থায়ী বন্দবস্তের সমালোচনা করে তি এই গ্রোন্থটি রচনা করেছিলেন

১১।আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কে ?

উত্তর-কাজি ইমদাদুল হক

ব্যাখ্যা-কাজি ইমদাদুল হকের একটি বিখ্যাত উপন্যাস আব্দুল্লাহ ।এই উপন্যাস টি মুলত ধর্মীয় গোড়ামি কু সংস্কারের আচ্ছন্ন  তৎকালীন মুসলীম সমাজের এক কুসংস্কার মুক্ত যুবকের লড়াই চিত্র ।মোসলেম ভারত  পত্রিকায় প্রথম উপন্যাস টি প্রকাশিত হয়

১২। বাংলা সাহিত্যের আদি কবি হলেন

উত্তরঃলুইপা তিনি বাংলা সাহিত্যের আদি কবি

১৩।বাংলা বর্নমালা স্বরবর্ন কয়টি ?

উত্তরঃ-১১টি

ব্যাখ্যা-বাংলা বর্নমালায় মোট ৫০ টি বর্ন রয়েছে ।এর মধ্যে স্বরবর্ন ১১ টি ব্যাঞ্জন বর্ন ৩৯ টি


এরখম আরো সাজেশন পেতে আমাদের সাইট টি ভিসিট করুন । প্রতি- নিয়ত আমরা নতুন সাজেশন প্রকাশ করছি  যা চাকুরীর পরীক্ষায় , বিভিন্ন একাডেমিক পরিক্ষার প্রস্তুতির জন্য অনেক ভুমিকা পালন করে । আপনারা  সাজেশন গুলো আমাদের কাছ থেকে পি ডি এফ আকারে পেতে পারেন । তার জন্য আমাদের কে মেইল করতে পারেন । আমাদের সাইট টি  ভিসিট করার জন্য ধন্যবাদ ।


 

Post a Comment

Previous Post Next Post