এক কথায় প্রকাশ সকল চাকুরীর পরিক্ষার্থীর জন্য

বাক্য সংকোচন  এক কথায় প্রকাশ


বাক্য সংকোচন

 বাংলা ভাষায় একাধিক পদের অর্থ অনেক ক্ষেত্রেই একটি বলের দ্বারা প্রকাশ করা যায়। বাংলা ব্যাকরণের এই ব্যাপারটিকেই বলা হয় বাক্য সংকোচন। নিচে কিছু বাক্য সংকোচন এক কথায় প্রকাশ আলোচনা করা হলো

 

১।অন্য উপায় নেই যার- অনন্যপায়

২। অগ্রে গমন করে যে- অগ্রগামী

৩। অতি উচ্চ ধ্বনি- মহানাদ

৪। অন্য কোন গতি  নেই যার- অনন্য গতি

৫। অতি উচ্চ  হাসি- অট্টহাসি

৬। অতিশয় তাড়াতাড়ি- তড়িঘড়ি

৭। অতি বৃদ্ধ নারী- বড়াই

৮। অতিক্রমের যোগ্য- অতিক্রমনীয়

৯। অন্য যুগ - যুগান্তর

১০। অন্যদিকে মন যার-অন্যমনস্ক

 

১।আর চোখের চাহনি- কটাক্ষ

২। আক্কেল নেই যার- বেক্কেল

৩। আরোহন করেছে যে-আরুঢ

৪। আশাভঙ্গজনিত খেদ- বিশাদ

৫। আদরের যোগ্য যা- আদরনীয়

৬। আদব-কায়দা যে জানে না - বেয়াদব

৭। আরোহন করে যে- আরোহী

৮। আলোকের অভেদ্য- অসচ্ছ

৯। আকৃষ্ট হচ্ছে যে- আকৃষ্ট মান

১০। আত্মাকে অধিকার করে- অধাত্ন

 

১।ইন্দ্রজিতের স্ত্রী- প্রমিলা

২। ইহলোকে সামান্য নয়- অলোকসামান্যা

৩। ইসলামের শাস্ত্র অনুযায়ী নির্দেশ- ফতোয়া

৪। ইন্দ্রজাল জানেন যিনি- ঐন্দ্রজালিক

৫। ইন্দ্রিয় সংযম- দম

৬। ইসলামে অবিশ্বাসী- কাফের

৭। ইন্দ্রের বাগান -নন্দন

৮। ইহলোকের  পরবর্তী লোক- পরকাল

৯। ইচ্ছার অধীন- ঐচ্ছিক

১০। ইতিহাস জানেন যিনি- ঐতিহাসিক

 

১।ঈশ্বরের ভাব - ঐশ্বর্য

২। ঈশ্বর বিষয়ক -ঐশ্বরিক

৩। ঈষৎ কম্পিত- আধুত

৪।ঈষৎ কাঁচা- দার কাচা

৫।ঈষৎ কৃষ্ণ- কালচে

৬।ঈষৎ মধুর- আমধুরচ

৭। ঈষৎ আমিষ - আষটে

৮। ঈষৎ নীল বর্ণ -নীলাভ

৯। ঈষৎ হাস্য- স্মিত

১০। ঈষৎ রক্তবর্ণ- আরক্ত

 

১।উপন্যাস রচয়িতা- উপন্যাসিক

২।উপকারীর উপকার স্বীকার করে যে- কৃতজ্ঞ

৩।উপনিষদ- ঔপনিষদ

৪।উচ্চারিত হচ্ছে যা- উচ্চমান

৫। উপায় নেই যার- নিরুপায়

৬।উচ্চ হাসি কর- অট্টহাসি

৭। উদারতার অভাব-  অনৌদার্য

৮।উদ্ভিদের নতুন পাতা- পল্লব

৯। উর্ণনাভিতে যার-উর্ণনাভ

১০। উত্তর দিকে আগত- উত্তরে

 

ঊর্ধ্বদিকে গতি যার -ঊর্ধ্বগতি

২।  ঊর্ধ নথেকে মে আসা-অবতরণ

৩। ঊর্ধ  দিকে গমন করে যে- ঊর্ধ্ব গমন

৮। ঊর্ধ্বমুখী সাতারচিৎ  সাঁতার

 

১। ঋষির ন্যায়- ঋষিকল্প

২।  ঋতুর সম্বন্ধে- আর্তব

৩। ঋণ শোধে অসমর্থ-দেউলিয়া

৪। ঋণ নেয় যে-অধমর্ন 

৫।ঋষির দ্বারা কথিত - আর্য

৬। ঋষির তুল্য- ঋষিতুল্য

৭।ঋতুতে ঋতুতে যজন  করেন যিনি- ঋত্বিক

৮। ঋজুর ভাব - আর্জব

৯। ঋণগ্রস্থ অবস্থা- ঋণিতা

১০।ঋণ দেয় যে- উত্তমর্ণ

 

১। একই অর্থের শব্দ- প্রতিশব্দ

২। এক এর পরিবর্তে অপরের সই - বকলম

৩। একত্রে আগত- সমাগত

৪। একই কালে বর্তমান - সমকালীন

৫। একদিকে দৃষ্টি যার- একচোখা

৬। একই মায়ের সন্তান- সহোদর

৭। এক থেকে আরম্ভ করে- একাদিক্রমে

৮। এসেছেন তিনি- আগন্তুক

৯। একবার শুনলে যা মনে থাকে- শ্রুতিধর

১০। এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ- বকুনি

 

১। ঐশ্বর্যের অধিকারী যিনি - ভাগ্যবান

২। ঐক্যের অভাব আছে যার- অনৈক্য

১। ওষ্ঠের দ্বারা উচ্চারিত - ওষ্ঠ

২। ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে- তুলাদন্ড

৩। ঔষধি থেকে উৎপন্ন- ওষুধ

৪। ওষ্ঠ অধর-ওষ্ঠাধর

 

১।ঔষধের আনুষাঙ্গিক সেবা- অনুপান

২।ঔষধের বিপনী-ঔষধালয়

সেনাবাহিনীর নতুন সাকুলার পেতে এখানে ক্লিক করুন 

আরো নতুন সাজেশন পেতে এখানে ক্লিক করুন 

বাংলাদেশ রেলওয়ের সকল পদের লিখিত পরিক্ষার সাজেশন পেতে এখানে ক্লিক করুন 


আমাদের সাইটি ভিসিট করার জন্য ধন্যবাদ । আমাদের ওয়েব সাইটে আমরা নতুন নতুন সাজেশন নিয়োমিত আপলোড  করে থাকি । সব সময় আমাদের সাইট ভিসিট করুন । 

Post a Comment

Previous Post Next Post