বিষয়ঃ ব্যাবসায় সংগঠন
ও ব্যাবস্থাপনা
এইস এস সি পরীক্ষার প্রস্তুতি মুলক নমুনা প্রশ্ন
সময়ঃ ২৫ মিনিট বহুনির্বাচনি প্রশ্ন পুর্নমান: ২০
নিচে কিছু
নমুনা প্রশ্ন দেওয়া হলো । যা ব্যাবসা শাখার সাজেশন মুলক প্রস্তুতির জন্য গুরুত্ব পুর্ন
ভুমিকা পালন করছে । আমার এই ব্লগটি যারা পড়তেছেন তারা অবশ্যই এইস এস পরীক্ষার প্রস্তুতি
নিচ্ছেন ।আমরা শীঘ্রই একটি সাজেশন প্রকাশ করতে যাচ্ছি যা আপনাদের জন্য বিশেষ করে ব্যাবসা শাখার শিক্ষার্থীর
জন্য গুরুত্ব পূর্ন ভুমিকা পালন করে থাকবে । যারা সাজেশনটি পেতে চান তারা আমাদের সাইট টি নিয়োমিত ভিসিট করুন ।
১। কোনটি
ব্যাবস্থাপনার 6 m বহির্ভূত ?
(ক) মানুষ
(খ) পদ্ধতি (গ) প্রেষনা (ঘ) মালামাল
২। ব্যাবস্থাপনার
দ্বিতীয় ও শেষ কাজ নিচেরে কোনটি ?
(ক) সংগঠন
ও নিয়ন্ত্রন (খ) পরিকল্পনা ও সমন্বয় (গ) পরিকল্পনা
ও নিয়ন্ত্রন (ঘ) পরিকল্পনা ও নেতৃত্ব
৩।কোন কাজকে
পেশা হতে হলে তার সকল বৈশিষ্ট থাকতে হয় তা হলো ?
(i)ব্যাপক
জন শক্তির সাথে কাজটি সংশ্লিষ্টতা
(ii)সংশ্লিষ্ট
বিষয়ের বিশেষায়িত জ্ঞান
(iii)কার্য
সংশ্লিষ্ট বিষয়ে প্রতিষ্ঠিত সংঘ্ বা সংস্থার পদ লাভ
নিচের কোনটি
সঠিক ?
(ক) i ও
ii (খ) i ও iii (গ) ii
ও iii (ঘ) i , ii ও iii
৪। হেনরি ফেয়ল
প্রদত্ত ব্যাবস্থার মূলনীতির সংখ্যা কয়টি ?
(ক) ৭ টি (খ) ৯ টি
(গ) ১২টি (ঘ) ১৪ টি
৫। ক্ষমতা
বা কৃতিত্বের অপব্যাবহার হয় কখন ?
(ক) কৃতিত্ব
বেশি অর্পন করলে (খ) নিয়মকানুন বেশি নির্দেশ করলে
(গ)আদেশের ঐক্যের ফলে (ঘ) কর্যবিভাজনের
ফলে
৬।
F.W Taylor এর গবেষনা কর্মের উল্লেখযোগ্য বিষয় হলো
(i)সময় নিরীক্ষা (ii) গতি নিরীক্ষা ( iii) শান্তি নিরীক্ষা
নিচের কোনটি
সঠিক ?
(ক) i ও iii
(খ) i ও
iii (গ) ii ও
iii (ঘ) i ,
ii ,
ও iii
নিচের উদ্দিপটি
পড় এবং ৭নং প্রশ্নের উত্তর দাও ?
জনাব হাবিব
একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানে যেদিন যোগদান করেন
তিনি ভালোভাবে তার দায়িত্ব পালন করেন
। এবং তিনি একজন দক্ষ মেশিন অপারেটর হতে চান
।
৭। জনাব হাবিব
সা হেবের জন্য নিচের কোন ধরনের দক্ষতা অধিক প্রয়োজন
(ক) কারিগরি দক্ষতা
(খ)মানবীয় দক্ষতা (গ) কল্পনা সংক্রান্ত
দক্ষতা (ঘ) সমাধানের দক্ষতা
৮।ব্যাবস্থাপনা
চক্রের নিয়ন্ত্রন পরবর্তি কাজকোনটি
?
(ক) সমন্বয় (খ) প্রেষনা
(গ) পরিকল্পনা (ঘ) কর্মসংস্থান
৯। স্থায়ী
পরিকল্পনায় কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায় কেন ?
(ক) কর্মীদের
প্রশিক্ষন দেওয়া সহজ হয় (খ) কর্মীদের কাজের চাহিদা বৃদ্ধি পায় (গ) কর্মীদের কাজ দেখার চাহিদা বাড়ে (ঘ) বারে
বারে একই কাজ করারা দক্ষতা বাড়তে থাকে
১০।পরিকল্পনা
হলো ?
(i)ব্যাবস্থাপনার
প্রথম কাজ (ii) ব্যাবস্থাপনার অন্যান্য কাজের
ভিত্তি (iii) ব্যাবস্থাপনার মূলনীতি
নিচের কোনটি
সঠিক ?
(ক) i ও
ii (খ) i ও iii (গ) ii
ও iii (ঘ)
i ii ও iii
১১। সংগঠন
ব্যাবস্থাপনা প্রক্রিয়ার কত তম কাজ ?
(ক) ১ম (খ) ২য়
(গ) ৩য় (ঘ) ৫ম
১২। কর্মী
নির্বাচন প্রক্রিয়ার প্রথম কাজ কি ?
(ক) কর্মীর
প্রয়োজন নিরুপন (খ) উৎসাহ নির্ধারন (গ) বিজ্ঞপ্তি প্রদান (ঘ)আবেদন পত্র সংগ্রোহ ও বাচাই
১৩ ।কর্মী সংগ্রোহের
অভ্যন্তরীন উৎস হলো ?
(i)পদোন্নতি (ii) নিয়োজিত
কর্মীর সুপারিশ (iii) শ্রমিক সংঘের
সুপারিশ
নিচের কোনটি
সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও
iii
নিচের উদ্দিপকটি
পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও ?
অংকিতা ট্রেডার্সে
কিছু বিক্রয় কর্মী নিয়গ দেওয়া হবে ।বর্তমান বিক্রয় কর্মীদের কাছ থেকে খবর পেয়ে তাদের পরিচিত অনেকেই
জীবন বৃত্তান্ত অর্থাৎ সিভি জমা দেয় । কতৃপক্ষ তাদের সাক্ষাতকার
নিবে বলে সিদ্ধান্ত গ্রহন করলেন
১৪। উদ্দিপকের
কোম্পানিটি কোন উৎস থেকে কর্মী নিয়গ করছে ?
(ক) চাকরি
সন্ধানী (খ) নিয়োজিত কর্মীদের সুপারিশ (গ) শ্রমিক সংঘের সুপারিশ (ঘ) চাকরির বিনিয়োগ কেন্দ্র
১৫। কতৃপক্ষ
এভাবে কর্মী নির্বাচন করলে সুবিধা হবে কারন ?
(i)কম বেতনে
কর্মী নিয়োগ করা যাবে (ii) নতুন কর্মী সম্পর্কে জানা সহজ হবে (iii) নিয়োগ সংক্রন্ত ব্যায় কমবে
নিচের কোনটি
সঠিক ?
(ক) i ও
ii (খ) i ও iii (গ) ii
ও iii (ঘ)
i ii ও iii
১৬। নির্দেশনাকে
প্রশাসনের কি বলে
(ক)মস্তিষ্ক (খ) স্নায়ু
(গ) হৃৎপিণ্ড (ঘ) মেরুদন্ড
১৭ পেষনা
দানেরে উদ্দেশ্য কোনটি ?
(ক) কর্মীকে
জাগ্রত করা (খ) কর্মীকে কাজ করতে বাধ্য করা (গ) কর্মীর কার্য দক্ষতা বৃদ্ধি করা
(ঘ)কর্মীকে
কাজের প্রতি সেচ্ছা প্রনোদিত করা
১৮। নিয়ন্ত্রনের
সুবিধা কোনটি
(ক) এটি কর্মীদের
উৎসাহ বাড়ায় (খ) এটি কর্মীদের দায়িত্ব বৃদ্ধি
করে (গ) এই কার্য ক্ষেত্রে পথনির্দেশ করে (ঘ) এটি বিচ্যুতি সংশোধনে সহায়তা করে ।
১৯। বিভিন্ন
ব্যক্তি ও বিভাগের কাজকে এক সূত্রে গ্রহিত
কাজ কে কি বলে ?
(ক) নির্দেশনা (খ) নেতৃত্ব
(গ) সমন্বয় (ঘ) সংগঠন
উদ্দিপকটি
পড় এবং ২০ নং প্রশ্নের উত্তর দাও
এস কে কোম্পানির
একটা নতুন পন্য বাজারে ছেড়েছে ।তারা এ পন্য
প্রচারেরে জন্য টেলিভিশনে ও খবরে কাগজে বিজ্ঞাপন দেয়
২০। উদ্দিপকে
কোন ধরনের যোগাযোগ ব্যাবস্থা লক্ষ্য করা যায় ?
(ক) গন (খ) ব্যাক্তিগত (গ) সমান্তরাল (ঘ) অভ্যন্তরীন
Post a Comment