সেনাবাহিনীর অসামরিক পদের লিখিত পরিক্ষার সাজেশন 

১।বাংলাদেশের নৌবাহিনীর প্রধান কে ?।

এডমিরাল মোহম্মদ শাহীন ইগবাল

২।২০২০ সালে বাংলাদেশের কোন বাহিনী ত্রিমাত্রিক বাহিনীর মর্যাদা লাভ  করে ?

বর্ডার গার্ড বাংলাদেশ ।

৩।বিজিবি তে নতুন স্ংযোজিত উইং গঠন ক রা হয় কবে ?

৮ নভেম্ভবর ২০২০

৪।বিজিবির এয়ার উইং গঠন করা হয় কবে ?

২০১৬ সালে

৫।২০২০ সালে বিজিবিতে যুক্ত হওয়া  হেলিকাপ্টারের  নাম কি ?

বীর শ্রেষ্ট নুর মোহম্মদ ও বীর শ্রেষ্ট  আব্দুর রউফ

৬।বিজিবি তে  এ টি ভি  সংযোজিত হয় কবে?

৯ জুলাই ২০২০

৭।এ টি ভি ব্যাবহার করা হয় কি কাজে ?

দূর্গম ও অপ্রচলিত  সড়ক সমুহে  টহল কর্যক্রম পরিচালনার জন্য

৮।পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন বলতে কি বুঝ?

নারীর সাইবার নিরাপত্তাজনীত সেবা । যেখানে অভিযোগ গ্রোহন  তদন্ত পরামর্শ  প্রদান সহ

সকল কর্মকর্তা গন থাকবেন বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা ।

Primary Assistant Teacher Written Exam 2022


৯।কত তারিখে সাই বার  সাপোর্ট ফর উইমেন সেবা চালু হয় ?

১৬ নভেম্বর ২০২০

১০।২০২০ সালে কোন বাহিনী তে  এন ভি জি যুক্ত করা হয় ?

বাংলাদেশ বিমান বাহিনীতে

১১।এন ভি জি প্রযুক্তি বাংলাদেশে আসে কবে ?

২০১৮ সালে আসে


এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) নতুন সংক্ষিপ্ত সিলেবাস এবং সাজেশন ২০২২


১২।এন ভি জি প্রযুক্তির কাজ কি ?.

যাতে বৈমানিকরা অন্ধকারে দেখতে  পায়

১৩।বাংলাদেশে বিট পুলিশিং চালু হয়  কত সালে ২০১০ সালে

১৪।আইনের পরিভাষায় বিট শব্দের অর্থ কি ?

একটি   নির্দিষ্ট  ভৌগলিক এ লাকা

১৫।বাংলাদেশে ফরেনসিক ল্যাব কত টি?

৩ টি

১৬।৩য় ফরেনসিক ল্যাব কোথায় অবস্থিত ?

রাজশাহীতে  অবস্থিত

১৭। ৩য় ফরেনসিক ল্যাব  চালু করেন ?

৩ ফেব্রুয়ারী ২০২০ সালে

১৮। বাংলাদেশের প্রথম ফরেনসিক ল্যাব অবস্থিত ?

ঢাকার মহাখালীতে

১৯ । সি আই ডি ডি এন এ ল্যাবরেটরি যাত্রা শুরু করে কব্র ?

২৩ জানুয়ারী ২০১৭

২০। সি আই ডি  এন এ ল্যাবরেটরির বর্তমান নাম কি ?

 ডি  এন এ ব্যাংক

ফিন্যান্সিয়াল কাসটমার সার্ভিসেস -১ , অফিস ম্যানেজমেন্ট,ব্যাবসা স্ংগঠন ও ব্যাবস্থাপনা -১ও ২( এই এস সি


২১।  ডি এন এ ল্যাবরেটরির নাম পরিবর্তন করা হয় ?

 ১০ জুন ২০২০ সালে

২২। ফরেনসিক ডি এন এ ল্যাবে কোন মামলার ব্যাখ্যা করা হয়?

ফৌজদারি ও দেওয়ানি মামলার

২৩। অসুস্থতাকে বিজ্ঞানের ভাষায় কি বলে ?

হাইপোস্কিক স্কিমিক ইনজুরি টু ব্রেইন ইনফেক্টস

২৪।বর্তমানে জাতিসংঘ মিশনে শান্তি রক্ষি প্রেরনে শীর্ষ দেশ কোনটি ?

বাংলাদেশ ও বাংলাদেশের টাইগার সেনারা

২৫। সাম্প্রোতি বাংলাদেশ ভারত  যৌথ সা মরিক মহোড়া অনুষ্ঠিত হয় ?

 ৩-৬  ফেব্রুয়ারী  ২০২০

২৬। বাংলাদেশ ভারত  যৌথ সা মরিক মহোড়া  কোথায় অনুষ্ঠিত হয় ?

 উমরোই সেনানিবাসে

২৭। এই যৌথ সা মরিক মহোড়ার উদ্দেশ্য  হলো  ?

দেশের সেনা সদস্যদের  কাউন্টার টে ররিজম বি ষয় প্রশিক্ষিত করা

২৮।প্রতিবেশি ভারত মিয়ানমার সিমান্তে  কত টি পিলার রয়েছে ?

১০২৪০ টি পিলার রয়েছে ।

২৯।বিডি বা বাংলাদেশ লেখার আগে পিলারে কি লেখাছি ল ?

আগে ছিল পি কে

৩০।নাজমা বেগম কবে পদন্নতি লাভ করেন ?

৮ অক্টর ২০২০ সালে

৩১।জাতীয় স্ংসদ ইতিহাসে সব চেয়ে স্ংক্ষিপ্ত অধিবেশন কোনটি ?

একাদশ জাতীয় সংসদ অধিবেশন দ্যু

৩২।বর্তমানে দেশে কতটি কয়লা ও বিদ্যূত কেন্দ্র  চালু আছে ?

দুই টি  চালু রয়েছে 

৩৩।বর্তমানে বাংলাদেশের কোন কোন স্থানে সৌর বিদ্যূত কেন্দ্র  চালু আছে ?

  টেকনাফ ২০ , রাউজানে ২৫, জামাল্পুরে ৩ ,কাপ্তাই এ ৭ মেগাওয়াটের বিদ্যূত কেন্দ্র   চালু আছে

৩৪। বর্তমান বাংলাদেশে মোট কতটি বিমা প্রতিষ্ঠান রেয়েছে

৭৯ টী রাষ্ট্রায়ত্ত ২ টি বেসরকারি ৭ টি

৩৫।রাষ্ট্রের সর্বচ্চ আইন কর্মকর্তার পদ হলো

 অ্যাটর্নি জেনারেল

৩৬।বর্তমান অ্যাটর্নি জেনারেল  কে?

  আবু মোহাম্মদ আমিন উদ্দিন

৩৭।মানব পাচার প্রতিরোধ আইন ২০১২ প্রনয়ন করা হয় কবে ?

১৫ ফেব্রুয়ারী ২০১২ সালে

৩৮। ভার্চুয়াল আদালত সম্পর্কিত তথ্য প্রযুক্তি ব্যাবহার আদেশ ২০২০ জারি করা হয়

৮ জুলাই ২০২০ সালে ।

৩৯।আইনের চোখে প্রবেশন  শব্দের অর্থ  কি?

কোনো অপরাধি কে তার সাজা থেকে স্থগিত রেখে একটি নির্দিষ্ট সময়ের জন্য  সমাজ অনুমদিত ভালো ব্যাবহারের প্রতিশ্রুতি দেওয়ার শর্তে  কোনো কর্মকার্তার অধীনে থেকে প্রত্যাশিত আচরনের মাধ্যমে অপরাধ দায় থেকে মুক্ত হওয়া কে বুঝয় ।

৪০।প্রবেশন শব্দের অর্থ কি?

প্রবেশন শব্দের অর্থ পরিক্ষাকাল

৪১। মার্কিন প্রেসিডেন্ট নিরবাচন কখন  অনুষ্ঠিত হয় ?

নভেম্বর মাসের প্রথম সোমবারের  পরের মঙ্গল বার

৪২। ৪১। মার্কিন প্রেসিডেন্ট এর মেয়াদ কত বছর ?

৪ বছর

৪৩।বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে ?

শামসুজ্জামান খান

৪৪।নৌপরিবাহন  মন্ত্রনলয়ের বর্তমান মহা সচিব কে ?

মোহম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরি

৪৫। প্রথমিক ও গ্ ন শিক্ষামন্ত্রনলয়ের বর্তমান সচিব কে ?

গোলাম মোহম্মদ হাসিবুল আলম

৪৬। স্থানীয় সরকার বিভাগের বর্তমান সিনিয়র সচিব কে ?

হেলাল উদ্দিন আহাম্মেদ

৪৭।র‍্যাব এর বর্তমান মহাপরিচালক কে ?

চৌধুরী আব্দুল্লা আল মামুন

৪৮।ঢাকা উত্তর সিটি কর্পরেশনের বর্তমান মেয়র কে ?

ব্যারিষ্টার শেখ ফজলুল নুর তাপস

৪৯।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনলয়ের বর্তমান সচিব কে  ?

তপন কান্তি ঘোষ

৫০। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে মোট কত টি সেক্টর ছিল ?

১১ টি সেক্ট র ছিল



সেক্টর

জেলা

১ নং সেক্টর

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম

২ নং  সেক্ট র

ঢাকা নোয়াখালি ফরিদপুর ও কুমিল্লা

৩ নং  সেক্টর

কুমিল্লা কিশোর গঞ্জ ,ও হাবিব গঞ্জ

৪। সেক্টর

মৌলভি বাজার সিলেটের পুর্বাংশ

৫। সেক্টর

ময়মুনসিংহের সীমান্ত বর্তী  ও সিলেট জেলার অংশ বিশেষ

৬। সেক্টর

রংপুর বিভাগ ছিল  ছয় নং এর মাঝে

৭। সেক্টর

রাজশাহী বিভাগ ছিল সাত নং এর  মাঝে

৮। সেক্টর

বরিশাল বিভাগ সেক্টর ৯ এর অন্তর্ভুক্ত ছিল। পটুয়াখালী, বরিশাল ও খুলনার কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল সেক্টর নং ৯

৯। সেক্টর

সুন্দরবন ও বরিশাল বিভাগ সেক্টর ৯ এর অন্তর্ভুক্ত ছিল। পটুয়াখালী, বরিশাল ও খুলনার কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল সেক্টর নং ৯

১০। সেক্টর

সকল নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল ছিল সেক্টর নং ১০-এর অংশ

১১। সেক্টর

বৃহত্তর ময়মনসিং বিভাগ ছিল সেক্টর নং ১১-এর অন্তর্ভুক্ত



গণিত

গণিত অংশের জন্য সাধারণত যে বিষয়গুলো জন্য প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো নিচে উল্লেখ করা হলো  বিশেষ দ্রষ্টব্য এই অংক গুলো শুধুমাত্র নৈবিত্তিক প্রশ্ন এবং ছোট ছোট প্রশ্নের জন্য প্রস্তুতিমূলক


Office Assistant Cum-Computer Operator Written Exam Preparation

 

1. সরল মুনাফা

2. চক্রবৃদ্ধি মুনাফা

3. ঐকিক নিয়ম

4 সেট

5পরিসংখ্যান

6. ত্রিকোণমিতি

7 উপপাদ্য সম্পাদ্য

9. দশমিক ভগ্নাংশ

10 পরিসংখ্যান


নিচের উদাহরণস্বরূপ কিছু প্রশ্ন দেওয়া হল যা  সেনা বাহিনীর অসামরিক পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ .এবং বারবার পরীক্ষায় আসে সেই ধরনের অংক।


    একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গ কিলোমিটার। এই বাগানে 5/6 অংশ ফুল চাষ করা হলে তার গড়া অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার ?

 

   35 দশমিক 28 লিটার তেল নয়টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার                  কত লিটার তেল হবে?

 

।বারোটি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত?

 

একটি আয়তাকার জমির প্রস্থ 1.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার। জমির ক্ষেত্রফল নির্ণয় করো?

 

3.25 মিটার লম্বা একটি লোহার খন্ডের ওজন 15.6 কেজি। লোহার খন্ডের প্রতি মিটার এর ওজন নির্ণয় করো?

 

  বার্ষিক 15% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল?


একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত ?

 

  ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8 পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য 1500 টাকা ঋণ নেওয়া হল ।পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে?

 

  একটি কাগজ 0.1 মিলিমিটার পুরু। যদি কাগজটিকে 10 ভাজ করা হয় তাহলে তার পরুত্ব কত হবে?

 

১০ 35 থেকে 39 শ্রেণি ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত এখানে শ্রেণি ব্যবধান বলতে কী বোঝায়?



ইংলিশ অংশের জন্য

1.Degree

2.Right form of verb

3.Translate into English

4.Translate into Bengali

5.preposition

6.Article

7.Connector

8.Incomplete story writing

9.Incomplete sentence writing

10.Earrings

11.Substitution table

12.Narrative style for passage


বাংলা ব্যাকরন অংশের জন্য 

শব্দার্থ পেতে এখানে ক্লিক করুন


১। বাগধারা

২। সন্ধি বিচ্ছেদ

৩। কারক বিভক্তি

৪। সমার্থক শব্দ

৫। বিপরীত শব্দ

৬। শব্দার্থ

এই বিষয় গুলো ছাড়া আর কিছুই দিবেনা আমরা বিগত ১০ বছেরে প্রশ্ন রিসার্স করে এগুলোই পেয়েছি । আপনারা যারা সেনাবাহিনীর অসামরিক কিংবা সমরিক পদের পরিক্ষা দিবেন তাদের জন্য আমাদের এই সাজেশনটি খুবি গুরুত্বপুর্ন

আরো সেজেশন পেতে এখানে ক্লিক করুন

আমাদের ওয়েব সাইট টি ভিসিট করার জন্য আপনাকে অসংখ্য   ধন্যবাদ  


Post a Comment

Previous Post Next Post